আন্তর্জাতিক সমালোচক সংগঠন ‘ফিপ্রেসকি’-র শতবর্ষ উদযাপনে বিশেষ সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ। আন্তর্জাতিক বিনোদন জগতে তাঁর দীর্ঘ অবদানের জন্য তাঁকে প্রদান করা হয়েছে ‘জীবনকৃতি’ সম্মান। এই সম্মান গ্রহণের মুহূর্তেই আবেগে ভেসে গেলেন ‘মনের মানুষ’ পরিচালকের মন। সদ্যপ্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষের কথা উল্লেখ করে গৌতম জানালেন—আজ তিনি যা, তাঁর কাজের যে পরিচিতি, তার সবটুকুর আড়ালে রয়েছেন তাঁর স্ত্রী।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম বলেন,
“স্ত্রীকে পাশে না পেলে এত দিন ধরে ছবি বানাতে পারতাম না। নীলাঞ্জনা আমায় সারা ক্ষণ আগলে রেখেছে। আমার কাজে নানা ভাবে সহযোগিতা করেছে। আমি আজ যা, যতটুকু, সবটাই ওর জন্য।”
গত ১৮ অক্টোবর ৭০ বছর বয়সে প্রয়াত হন নীলাঞ্জনা ঘোষ। সমাজসেবামূলক নানা কাজে সক্রিয় ছিলেন তিনি। পাশাপাশি তাঁর হাতে তৈরি কাঁথাশিল্প ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছিলেন। প্রয়াণের এক মাসের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চ থেকে সম্মান পাওয়ায় গৌতম ঘোষের মনে আরও উথলে উঠেছে স্ত্রী-সম্বলহীনতার বেদনা।
কিন্তু এই সম্মান কি তাঁকে জীবনের পরবর্তী অধ্যায়ে অবসর ভাবনায় নিয়ে যাচ্ছে? না। স্পষ্ট জবাব দিয়েছেন প্রবীণ পরিচালক।
“এই সম্মানলাভ কোনও ভাবেই আমাকে অবসরের দিকে ঠেলবে না,” বলে জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, এখনও অনেক কাজ বাকি, অনেক গল্প বলার রয়েছে তাঁর।
স্ট্র্যাটেজিক সহকর্মী নীলাঞ্জনার অনুপস্থিতি যদিও তাঁর জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে, তবু সৃষ্টির পথ থামাতে রাজি নন গৌতম। বরং স্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে নতুন উদ্যমেই তিনি সামনে এগিয়ে যেতে চান।
FAQ
১. গৌতম ঘোষ কোন সম্মান পেয়েছেন?
তিনি ফিপ্রেসকি’র শতবর্ষ উপলক্ষে ‘জীবনকৃতি’ সম্মান পেয়েছেন।
আরও পড়ুন
ধর্মেন্দ্রর চিকিৎসা আপাতত বাড়িতেই চলবে, ক্রমেই বাড়ছে অনুরাগীদের ভিড়
২. এই সম্মান কোন অবদানের জন্য দেওয়া হয়েছে?
আন্তর্জাতিক বিনোদন জগতে তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য।
৩. সম্মান পাওয়ার পর তিনি কাকে সবচেয়ে বেশি মনে করেছেন?
প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে।
আরও পড়ুন
৩,৮০০-এর বেশি শিশুর জীবনরক্ষার, মানবসেবায় বিশ্বরেকর্ডধারী গায়িকা পলক মুচ্ছল
৪. কেন স্ত্রীকে তাঁর এত মনে পড়ছে?
কারণ গৌতম ঘোষ মনে করেন, তাঁর সাফল্যের পেছনে স্ত্রী নীলাঞ্জনার বিশাল ভূমিকা রয়েছে।
৫. স্ত্রী সম্পর্কে গৌতম ঘোষ কী বলেছেন?
তিনি বলেছেন, “আমি আজ যা, যতটুকু, সবটাই ওর জন্য।”
৬. নীলাঞ্জনা ঘোষ কবে প্রয়াত হয়েছেন?
গত ১৮ অক্টোবর ৭০ বছর বয়সে।
৭. নীলাঞ্জনা ঘোষ কী ধরনের কাজে যুক্ত ছিলেন?
বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন।
৮. নীলাঞ্জনার বিশেষ দক্ষতা কী ছিল?
তাঁর হাতে তৈরি কাঁথাশিল্প বিশেষভাবে প্রশংসিত ছিল।
৯. তাঁর প্রয়াণে কারা শোকপ্রকাশ করেছেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে শোকপ্রকাশ করেছেন।
১০. স্ত্রী নীলাঞ্জনা কীভাবে গৌতম ঘোষকে সাহায্য করতেন?
তিনি তাঁর কাজের নানাভাবে সহযোগিতা ও মানসিক সমর্থন দিতেন।
১১. গৌতম ঘোষ কেন মনে করেন তিনি স্ত্রী ছাড়া এগোতে পারতেন না?
কারণ স্ত্রী তাঁকে সবসময় আগলে রেখেছিলেন এবং সৃজনশীলতায় উৎসাহ দিয়েছেন।
১২. গৌতম ঘোষ কি এখন অবসর নেওয়ার পরিকল্পনা করছেন?
না, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই।
১৩. সম্মান পাওয়া কি তাঁকে অবসর ভাবনায় ঠেলেছে?
একেবারেই নয়, তিনি বলেছেন, এই সম্মান তাঁকে অবসরের দিকে ঠেলবে না।
১৪. তিনি এখন কী করতে চান?
তিনি আরও কাজ করতে চান এবং নতুন গল্প বলার ইচ্ছে প্রকাশ করেছেন।
১৫. স্ত্রী ছাড়া সৃজনজীবনে তাঁর কী পরিবর্তন এসেছে?
স্ত্রীকে হারানোতে তিনি গভীর শূন্যতা অনুভব করছেন, তবে তাঁর স্মৃতিই তাঁকে এগিয়ে যেতে শক্তি দিচ্ছে।
#GoutamGhosh #TributeToNeelanjana #FIPRESCI100
