আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মইন আলি

kmc 20240909 071919 qnKQqTmO4F

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মইন আলি। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী একজন খেলোয়াড় তিনি। একাধিক রেকর্ড করেছেন তিনি তার দলের হয়ে। ভারতের বিরুদ্ধেও একাধিক রেকর্ড যা বেশ তাৎপর্যপূর্ণ তার দলের জন্য। ভারতের ক্রিকেট দলের জনপ্রিয় ব্যাটস্ ম্যান বিরাট কোহলিকে একাধিকবার হারিয়েছেন তিনি। ১০ বার বিরাটের উইকেট নিয়েছেন মইন।

তবে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় তার মত, ইংল্যান্ডকে এগিয়ে যেতে হবে। তাই তিনি আর আন্তর্জাতিক দলের হয়ে খেলবেন না। তিনি বলছেন, “ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার জীবনের সেরা সময় ছিল। আরও কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ করে দলের হয়ে খেলতে পারব। কিন্তু আমি সত্যটা জানি। এখন যে খেলতে পারব না তা নয়। তবে আমি জানি যে এখন ইংল্যান্ড ক্রিকেট দলকে এগিয়ে যেতে হবে।”

মইন আলির সঙ্গে চেন্নাই সুপার কিংগসে্র বিশেষ সম্পর্ক রয়েছে। একাধিক দলের হয়ে আইপিএল-এ দুর্দান্ত খেলেছেন তিনি। মইন আলি ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। এখনও পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ১৩৮টি ওয়ানডে ও ৬৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড রয়েছে।

১৩৮টি ওডিআই ম্যাচে ২৩৫৫টি রান করেছেন মইন। এছাড়া ৩টি সেঞ্চুরি ও ৬টি অর্ধশত রান করেছেন কিংবদন্তি খেলোয়াড়। এছাড়া তিনি ১১১টি উইকেট নিয়েছেন। ৬৮টি খেলায় তিনি নিয়েছেন ৩০৯৪ রান। টেস্টে তিনি করেছেন ৫টি শতরান ও ১৫টি অর্ধশত রান। টেস্টে তিনি নিয়েছেন ২০৪টি উইকেট। ৯২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্তরের খেলায় মইন আলি আরও ১২২৯ রান নিয়েছেন।

এদিকে ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলিকে মইন আলি আউট করেছেন ১০ বার। যার মধ্যে ৬বার টেস্টে আউট করেছেন। যদিও বিরাটের পক্ষে মইনকে খেলা সহজ ছিল না। বিরাট কোহলির বিরুদ্ধে তিনি ৩৯৩টি বল করেছেন।

আরও পড়ুন,
*সাংসদ পদ ছাড়লেন জহর সরকার