‘নেতাজির অভাব বোধ করছি …’, নির্যাতিতাকে নিয়ে ‘আর কবে’ গান বানালেন অরিজিৎ

গানের জগতের মানুষ তিনি। সবসময় গান নিয়েই থাকতে ভালোবাসেন। কিন্তু আর জি করের ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। আর সেই ঘটনা ঘটে যাওয়ার পর একটির পর একটি দিন অতিক্রান্ত হচ্ছে কিন্তু দোষীদের চিহ্নিত করা যাচ্ছে না। এবার তাই এই নিয়েই প্রতিবাদে নামলেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি বিশেষ সক্রিয় নন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

তার পাশাপাশি প্রতিবাদের ভাষায় নিজের গান শোনালেন সকলকে। তরুণী চিকিৎসককে উদ্দেশ্য করে গান গাইলেন অরিজিৎ। অরিজিৎ জানান বহুদিন ধরেই তার গলায় সমস্যা। তাই সেভাবে গান গাওয়া হয়নি তার৷ তবে গানের সঙ্গে জড়িত টুকটাক কাজ করছিলেন তিনি। এর পাশাপাশি বাড়ির নানান দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু এসবের মাঝে তিনি মাথা থেকে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা মুছতে পারছেন না।

এর আগেও একাধিক ঘটনা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিলেও এমনটা যেনো কখনও হয়নি বলে জানান গায়ক। তার কথায়, “এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে। আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা।”

তিনি বলেন, “তারওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। আমি অপরাগ। আমি নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে। লাইভ শো-তেও তাই দেখেছি।” তাই এবার ঘরে বসে নিজের গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানালেন তিনি। তার গান ‘আর কবে’-এর মাধ্যমে তিনি প্রশ্ন তুললেন।

তার গান যেনো সাধারণ মানুষের মনের কথা। গায়কের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় সকলেই শেয়ার করে নিয়েছেন। সোমবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন। সেখানে এসে তিনি জানান, বর্তমানে একজন নেতাজির অভাব বোধ করছেন তিনি। যিনি আমাদের লড়াই করতে সঠিক পথ দেখাবেন। তবে তার মনে জোর আনছে সাধারণ মানুষের একতা।

আরও পড়ুন,
*জীবনের নতুন ইনিংস শুরু করলে প্রিয়াঙ্কা চোপড়ার ভাই তথা প্রযোজক সিদ্ধার্থ, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা