কুকুরের গলায় সোনার হার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ছোট থেকেই আমরা একটি প্রবাদ বাক্য শুনে বড়ো হয়েছি, ‘বাঁদরের গলায় মুক্তোর মালা!’ তবে এবার তেমন দৃশ্য দেখা যায়নি বরং দেখা গিয়েছে ‘কুকুরের গলায় সোনার হার!’ সম্প্রতি মুম্বাইয়ের চেম্বুর এলাকার একটি দোকান থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে এক মহিলা তার পোষ্যের জন্মদিন উপলক্ষ্যে তাকে লক্ষাধিক টাকার সোনার হার উপহার দিয়েছেন। ওই দোকানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায় ওই মহিলা তার পোষ্যকে নিয়ে হাজির তার দোকানে।

সেখানেই সোনার চেনটি কিনে তার গলায় পরিয়ে দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘মানুষ এবং প্রাণীর অসাধারণ বন্ধুত্বকে উদযাপন করা হচ্ছে।’ ওই দোকানের তরফ থেকে জানানো হয়েছে টাইগার নামক ওই পোষ্যের জন্মদিন বিশেষভাবে পালন করতে চেয়েছিলেন মালকিন সরিতা সালদনহা।

সেই কারণেই এই সোনার হারটি কেনেন তিনি। জানা গিয়েছে, হারের ওজন ৩৫ গ্রাম এবং তার দাম ২.৫ লক্ষ টাকা। গলায় হার পরাতেই লেজ নাড়তে শুরু করে দেয় টাইগার। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। তারা বলেন এভাবেই মানুষ এবং পোষ্যের ভালোবাসা অটুট থাকুক।

যদিও তার সমালোচনা করতে ছাড়েননি একাংশ। তারা বলেন পোষ্যের জন্য এতো দামী দামী জিনিস না কিনে সেই টাকা তিনি দরিদ্রদের খাওয়াতে পারতেন। কারণ, ওই পোষ্য এতো দামী জিনিসের মূল্য বুঝবে না। সবই নাকি তিনি লোক দেখানোর জন্য করেছেন।