কোভিডের সময় বন্ধ হয়ে গিয়েছিল হলদিয়া-দিঘা সরকারি বাস পরিষেবা। পরিবহণ দপ্তরের দাবি, দীর্ঘদিন ওই রুটে পর্যাপ্ত যাত্রী না থাকায় বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে (SBSTC)। ফলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে স্থানীয় মানুষের ধারাবাহিক চিঠি, অভিযোগ এবং যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে অবশেষে আবারও এই রুটে বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে।
হলদিয়া ও দিঘার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। করোনার আগে প্রতিদিন দু’টি সরকারি বাস এই পথে চলত। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর হলদিয়ার বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হতে হয়—হলদিয়া থেকে নন্দকুমার, সেখান থেকে বাস বদলে দিঘা। যাত্রীরা জানান, নন্দকুমারে দিঘার বাস ধরতে গেলে সিট পাওয়া নিয়ে নানা সমস্যায় পড়তে হত। আবার দিঘা-মন্দারমণি যাওয়ার পরিকল্পনা করলে ভরসা ছিল ট্রেন বা বেশি ভাড়ার গাড়ি।
এবার সেই সমস্যার অবসান। হলদিয়া ডিপো সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর, বুধবার থেকে ফের নিয়মিত চলবে হলদিয়া-দিঘা সরকারি বাস।
কোথা থেকে কখন ছাড়বে বাস?
মঞ্জুশ্রী মোড় থেকে ছাড়ার সময়: সকাল ৭:৪৫
হলদিয়া টাউনশিপ সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়ার সময়: সকাল ৮:১৫
দিঘা থেকে হলদিয়া ফেরার বাস: বিকেল ৪:১০
বাসটি হলদিয়ার সিটি সেন্টার হয়ে প্রথমে মঞ্জুশ্রী-এ পৌঁছবে। তারপর সেখান থেকে টাউনশিপ হয়ে দিঘার উদ্দেশে রওনা দেবে। তবে ফেরার সময় বাস মঞ্জুশ্রী–দুর্গাচক হয়ে ফিরবে না বলে জানিয়েছেন ডিপোর এক আধিকারিক।
স্থানীয়দের স্বস্তি
হলদিয়ার এক বেসরকারি সংস্থার কর্মচারী দীপু প্রামাণিক, যিনি মুর্শিদাবাদের বাসিন্দা, জানান—
“পরিবার এলে সরাসরি দিঘা যাওয়ার বাস না থাকায় খুব সমস্যা হত। পরিষেবা ফের চালু হওয়া দারুণ খবর। শীতের মরশুমে অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা করলেও যাত্রীদের সুবিধা হবে।”
পর্যটন মরশুম সামনে রেখে সরকারি বাস ফের চালু হওয়ায় খুশি হলদিয়ার বাসিন্দারা। তাঁদের আশা, এবার নন্দকুমার ঘুরে যেতে হবে না, সহজেই সরকারি বাসে পৌঁছে যাওয়া যাবে দিঘা–মন্দারমণি সাগর সৈকতে।
আরও পড়ুন
Viral Video: SIR আতঙ্কে সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, তুমুল রাজনৈতিক তরজা
