হাতছাড়া করেছেন একাধিক হিট ছবি, আমির খানের ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করে সফল হয়েছিলেন অন্য দুই খান

তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। চিত্রনাট্য মনের মতো না হলে কখনোই সেই সিনেমা করতে রাজি হন না। তবে তার ছেড়ে দেওয়া সিনেমাতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অন্য দুই খান শাহরুখ এবং সলমন। সেই সিনেমা গুলির নাম জানবো এই প্রতিবেদনে।

১৯৯৩ সালে মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত সিনেমা ‘ডর’। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খান, সানি দেওল এবং জুহি চাওলাকে। তবে শাহরুখের জায়গায় প্রথম পছন্দ ছিলেন আমির খান। সানি দেওলের সাথে মতের পার্থক্য থাকায় তিনি এই সিনেমা ছেড়ে দেন।

১৯৯৪ সালের সিনেমা ‘হাম আপকে হ্যায় কউন’, যেখানে মাধুরী এবং সলমনের কেমিস্ট্রি নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তবে আপনি কি জানেন সলমনের পরিবর্তে এই সিনেমায় প্রথম পছন্দ ছিলেন আমির খান। তবে চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি সেটি করতে নাকচ করেন।

শাহরুখের কেরিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমাগুলির মধ্যে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘মোহাব্বাতে’, ‘দিল তো পাগল হ্যায়’ অন্যতম। তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর ক্ষেত্রে এই সিনেমাগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে সেখানে অভিনয় করার কথা ছিল আমির খানের।

সলমন অভিনীত আরো একটি গুরুত্বপূর্ণ সিনেমা হলে ‘বজরঙ্গি ভাইজান’। যেখানে কাজ করার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আমির খানকে। তবে তিনি সেটি করতে রাজি হননি। এরপর সেই প্রস্তাব যায় সলমনের কাছে। তিনি এক কথায় রাজি হয়ে যান। সিনেমাটি কতটা হিট তা আমরা সকলেই জানি।