বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রের মৃত্যুর পর থেকেই দেওল পরিবারের অন্দরের টানাপড়েন যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। অভিনেতার প্রয়াণে মুম্বইয়ে একটি স্মরণসভার আয়োজন করেছিলেন তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দুই ছেলে সানি ও ববি দেওল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। তবে সেখানে ছিলেন না ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী এবং বর্তমান মথুরার সাংসদ হেমা মালিনী। এ নিয়ে গুঞ্জন বাড়তে থাকে, পরিবারের দুই শাখার সম্পর্ক কি আরও দূরে সরে যাচ্ছে?
এই সমালোচনার মাঝেই দিল্লিতে স্বামীকে স্মরণ করতে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন হেমা মালিনী। মঞ্চে উঠে কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। ছলছল চোখে বলেন, “আমাকে কোনও দিন ধরমজির জন্য স্মরণসভা আয়োজন করতে হবে, তা স্বপ্নেও ভাবিনি।”
চড়াই-উতরাইয়ে ভরা দাম্পত্য
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক বলিউডে যেমন রোমান্টিক কিংবদন্তির জন্ম দিয়েছে, তেমনই বিতর্কও কম হয়নি। ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই পথ ছিল কঠিন। কারণ ধর্মেন্দ্র তখনও প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ত্যাগ করেননি। অভিনেতার মা-ও নাকি নিদান দিয়েছিলেন— প্রথম সংসার ভাঙা যাবে না। হেমার প্রতি টান থাকলেও, পরিবার ছাড়তে পারেননি ধর্মেন্দ্র।
হেমা মালিনীও প্রকাশ কৌর বা তাঁর পরিবারকে বিরক্ত করতে চাননি কোনও দিন। তিনি আগেই জানিয়েছিলেন, ভালবাসায় কোনও দাবি থাকে না, থাকে শুধু সমর্পণ। তাই নিজের মতো করে জায়গা করে নিয়ে নিঃশব্দেই সংসার করেছেন।
ধর্মেন্দ্রও জীবদ্দশায় এই জটিল সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। কিন্তু দু’জনের ভালবাসা যে সত্যিই গভীর ছিল, মৃত্যুর পর প্রথমবারের মতো তা স্পষ্টভাবে স্বীকার করেন হেমা। স্মরণসভায় তিনি বলেন, “আমরা কোনও দিন কাউকে ভয় পাইনি। আমাদের ভালবাসা সত্যি ছিল বলেই একে অপরকে বিয়েও করেছিলাম। আমি সারা জীবন এই এক পুরুষের জন্য সমর্পিত ছিলাম।”
পরিবারের দুই দিক— সম্পর্কের ব্যবধান?
মুম্বই ও দিল্লির দুই স্মরণসভা ঘিরে বলিপাড়ায় আলোচনার ঝড় উঠেছে। সানি-ববি আলাদা অনুষ্ঠানে যুক্ত, হেমা মালিনী আলাদা— এই বিভাজনটা কি দীর্ঘদিনের অন্দরের টানাপড়েনকেই স্পষ্ট করছে?
আরও পড়ুন
স্বামীর সামনেই করিশ্মাকে চুমু খান প্রাক্তন প্রেমিক অক্ষয় খান্না! ফের ভাইরাল পুরোনো ভিডিয়ো
যদিও পরিবারের কোনও পক্ষই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু ধর্মেন্দ্রর মৃত্যুর পর যে পুরনো দ্বন্দ্ব আবার সামনে এসেছে, তা বলিপাড়ার চর্চায় স্পষ্ট।
আরও পড়ুন
Alia: আন্তর্জাতিক মঞ্চে আলিয়া ভাটের বিশেষ সম্মানলাভ, জয় করলেন ‘গোল্ডেন গ্লোবস হরাইজন’ অ্যাওয়ার্ড
ধর্মেন্দ্রের প্রস্থান শুধু তাঁর পরিবারকেই নয়, ভারতীয় সিনেমার অগণিত অনুরাগীকেও গভীর শূন্যতায় ফেলে দিয়েছে। তবে তাঁর জীবনের মতো সম্পর্কের জটিলতাও যেন মৃত্যুর পর আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে— যেখানে আবেগ, ভালবাসা, দায়িত্ব আর বিরোধ— সবই সমানভাবে জড়িয়ে আছে।
আরও পড়ুন
Shreya: মঞ্চের বাইরে অন্য মেজাজে শ্রেয়া: সিঙ্গারার প্রতি নিজের বাঙালি ভালোবাসা প্রকাশ করলেন গায়িকা