বিরাট কোহলির চেয়ে অনুষ্কা শর্মা বয়সে কত বড়?

বিরাট কোহলির চেয়ে অনুষ্কা শর্মা বয়সে কত বড়?

বিরাট-অনুষ্কার জুটি ভালোবাসার নতুন লিখেছে। কিন্তু জানেন কি? বিরাট কোহলির চেয়ে অনুষ্কা শর্মা বয়সে কত বড়? তাঁদের বয়সের পার্থক্য কত? অনেকেই জেনেন বয়সে বিরাটের চেয়ে বড় অনুষ্কা শর্মা।

Anushka Sharma

Anushka Sharma

ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের ৫ নভেম্বর। ওই একই বছর ১ মে জন্ম হয় অনুষ্কার। হিসাব করলে দেখা যাবে বিরাটের চেয়ে তার স্ত্রী ৬ মাস ৪ দিনের বড়। তাদের জীবনে মেয়ে ভামিকা আসার পর থেকে অভিনেত্রী অনুষ্কা কাজ থেকে সাময়িক বিরতি নেন।

আরও পড়ুন,
*Skin Care Tips: ঝকঝক করবে ত্বক! ব্যবহার করুন কয়েক ফোঁটা দুধ, এই ভাবে
*১৩ লাখ টাকা মিলবে ‘মা’ বানাতে পারলে, ব্যর্থ হলেও পাবেন সান্তনা পুরস্কার! ৮ জালিয়াত গ্রেফতার বিহারে

তবে, শোনা যাচ্ছে, বিরাট ও অনুষ্কা ফের নাকি বাবা-মা হতে চলেছেন! তবে এ বিষয়ে এখনও তারা কেউই মুখ খোলেননি। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করতে গিয়ে প্রথম দেখা হয়েছিল কোহলি-অনুষ্কার। এর পর থেকে ধীরে ধীরে মেলামেশা শুরু। আর সেই বন্ধুত্ব এক সময় পরিণত হয় ভালবাসায়। এর পর ২০১৭ সালে বিয়ের বন্ধনে অবদ্ধ হন এই জনপ্রিয় জুটি।

Virat Kohli

Virat Kohli

আরও পড়ুন,
*Virat Kohli: শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কি? জানেন না কোহেলি, প্রতিদিন উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য
*ছক্কা হাঁকানোয় ডাবল সেঞ্চুরি, এবার বিগ ব্যাশ লিগে ইতিহাস গরলেন ক্রিস লিন