Video: চাঁদনির যৌবন দেখে রোমান্টিক পবন সিং, ঘরের মধ্যে এমন কাজ করলেন | SANGBAD BHAVAN  

Video: চাঁদনির যৌবন দেখে রোমান্টিক পবন সিং, ঘরের মধ্যে এমন কাজ করলেন

আগের তুলনায় অনেক উন্নত হয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ছবির। সম্প্রতি সময়ে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। ভোজপুরি সিনেমার গানের ভিডিও হোক কিংবা ডায়লগ মাঝে মধ্যেই সুপারহিট হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। বিশেষ করে তো ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় সব সময় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও।

ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রী তাঁদের পারফরম্যান্স দেখিয়ে নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নেয়। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফিদা লক্ষ লক্ষ মানুষ। এই তালিকায় রয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী চাঁদনি সিং।

আরও পড়ুন,
*১৩ লাখ টাকা মিলবে ‘মা’ বানাতে পারলে, ব্যর্থ হলেও পাবেন সান্তনা পুরস্কার! ৮ জালিয়াত গ্রেফতার বিহারে
*বিরাট কোহলির চেয়ে অনুষ্কা শর্মা বয়সে কত বড়?

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা পবন সিং। ইন্ডাস্ট্রির উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে ভারতীয় দর্শকদের সামনে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়েছেন তারা। পবন সিং এর ফ্যান ফলোইং নেহাতই কম নয়। পবন সিং এর কোনো মিউজিক ভিডিও হোক কিংবা সিনেমা সবই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভোজপুরি অভিনেত্রী মনি ভট্টাচার্যের সঙ্গে পবন সিং এর একটি মিউজিক ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে।

অভিনেতা পবন সিং এবং অভিনেত্রী চাঁদনি সিংয়ের নতুন সিনেমার নাম, ‘মাহ কে দেখা দেম‘। গানটি প্রকাশ্যে আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরে। এই গানে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি ভক্তদের বেশ পছন্দ। অভিনেত্রীর কিলার সেক্সী এক্সপ্রেশন মন জয় করে নেবে কামুক নেটিজেনদের। প্রথম ২ দিনে গানটি ১.৪ মিলিয়ন ভিউ হয়েছে।

আরও পড়ুন,
*Skin Care Tips: ঝকঝক করবে ত্বক! ব্যবহার করুন কয়েক ফোঁটা দুধ, এই ভাবে
*Hair Care: কার্লার, স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার ব্যবহার করে প্রচুর চুল ঝরছে? কোন নিয়ম মানলে সমস্যার সমাধান হবে?

Note: প্রতিবেদনে উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা। খবরের সত্যতা যাচাই করেনা Sangbad Bhavan। ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।