‘গাছ’ শব্দটি দুটি অক্ষরের হলেও এর অবদান আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জল ছাড়া যেমন আমাদের জীবন বিপন্ন ঠিক একই ভাবে অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা অসম্ভব। আমরা গাছ রক্ষা করার জন্য অনেক কর্মসূচি নিয়ে থাকি। অনেক মানুষের গাছ লাগানো, নানান প্রকার ফুলের গাছ, ফলের গাছ এক প্রকার শখ বা ভালো লাগার জিনিস। অনেকের এই এক ঘেয়েমি শহরের ইট পাথরের জীবন থেকে নিজেকে শান্তি দিতে প্রকৃতির কাছে শান্তি খুঁজে পান। অনেক মানুষ এর নিজের বাড়ি তে বেলকনি বা উঠোন বাগানবিলাস তৈরি করার শখ থাকে। তাই নানান গাছ লাগান কিন্তু শুধু গাছ লাগালেই তো হবে না তাকে বেড়ে ওঠার জন্য সঠিক যত্ন করতে হবে, সুন্দর পরিবেশ দিতে হবে। অনেকেই ভাবেন গাছ এ বেশি জল দিলেই গাছ ভাল ভাবে বেড়ে ওঠে। কিন্তু এই ভাবনা ভুল। গাছে বেশি জল দিলে অনেক সময় দেখা যায় শিকড় পচে যায়। গাছ কে সঠিক ভাবে পরিচর্চা করতে আমাদের যা করণীয়——–
যত্ন নেবেন কিভাবে? জানুন পরিচর্যার সঠিক নিয়ম
১) গাছে বেশি পরিমাণ জল দাওয়া যাবে না। যতটুকু দরকার ততটুকুই দিতে হবে।
২) গাছের টবে নিচের দিকে ফুটো করে রাখতে হবে। নাহলে গাছের জল টবে থাকবে এবং শিকড় পচে যেতে পারে।
৩) গাছে বিভিন্ন সার যেমন গোবর সার আরো নানান ধরনের সার ব্যাবহার করতে হবে।
৪) গাছে নিমের তেল, বাসন মাজার সাবান এর ঘোলা জল স্প্রে করলে গাছ ভাল থাকে। এর ফলে পোকামাকড় থেকে গাছ রক্ষা পাবে।
৫) সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ আলো,বাতাস,সার এগুলোর মাধ্যমেই একটি গাছ সুন্দর ভাবে বেড়ে ওঠে।
৬) গাছের খেয়াল রাখতে হবে পোকামাকড় হয়েছে কিনা কোনো অসুখ হয়েছে কিনা। গাছের পাতা সঠিক সময়ে ছেটে দিতে হবে।
আরও পড়ুন,
*হাঁটাহাঁটি না কি যোগাসন, দ্রুত রোগা হতে ভরসা রাখবেন কোন উপায়ে?