দুই বছরের ব্যবধানে দুই সন্তান জন্ম দেন তিনি। বলিউডে যখন গুঞ্জন উঠেছে তিনি হয়তো আর সিনেমায় ফিরবেন না সেইসময় সাক্ষাৎকারে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গতবছর যদিও তার দু’টি ছবি মুক্তি পেয়েছে। তবে ছবি দু’টি বিশেষ ভালো ব্যবসা করতে পারেনি। অবশেষে সব জল্পনার উত্তর দিতেই যেনো এক সাক্ষাৎকারে হাজির হলেন ইলিয়ানা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইলিয়ানা তার দ্বিতীয় মাতৃত্ব নিয়ে কথা বলেছেন। ইলিয়ানা জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার পথটা তার কাছে অনেকটাই কঠিন ছিল। তিনি বলেন, “যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন, আপনি দ্বিতীয় বার মা হতে চলেছেন! বিষয়টি সত্যিই মনের উপরে চাপ সৃষ্টি করে।” তার কথায় প্রথমবার মা হওয়ার অনুভূতিও বেশ অন্যরকম।
আরও পড়ুন,
‘একমাত্র’ পুত্রকে আলিঙ্গন করে ভালোবাসা প্রকাশ স্বস্তিকার! দেখুন তো চেনেন কিনা এই অভিনেতাকে
তিনি জানান, প্রথমবার মা হওয়ার সময় আনন্দ, ভয়, উদ্বেগ যেনো মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তবে সেসব কাটিয়ে তিনি যখন ফের নিজের ছন্দে ফিরতে চাইছেন সেইসময় তার শরীর জানান দিচ্ছে তিনি ফের মা হতে চলেছেন। আর তাই তার কাছে প্রথমবারের তুলনায় দ্বিতীয় বার মা হওয়ার সময়টা অনেক কঠিন ছিল। আর সেই সময়টা কাঠিয়ে ওঠাই তার কাছে ছিল চ্যালেঞ্জ। এখন যদিও ইলিয়ানা দুই সন্তানের কাছেই রয়েছেন।
বহুদিন ধরেই তিনি মুম্বাই থেকে দূরে রয়েছেন। তার কথায়, চেনা শহর ও বন্ধুদের অভাব বোধ করেন প্রতিনিয়ত। তার মন খুলে কথা বলার কেউ নেই বলেও জানান তিনি। অভিনয় থেকে দূরত্ব তার মন খারাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি অনুভব করতে পেরেছেন, একা একা সন্তান মানুষ করা সম্ভব হয় না। অনেকের উপস্থিতি এখানে প্রয়োজন হয়। তবে কবে অভিনয়ে ফিরবেন তা নিয়ে কিছুই স্পষ্ট করে বলেননি অভিনেত্রী।