‘মাকু শ্রীলেখার মদ নিয়ে নাচন কোদন’, আর জি কর নিয়ে প্রতিবাদ করার পর ভাবমূর্তি বিকৃত মিম, কী জবাব শ্রীলেখার?

kmc 20240821 232919 1dLWxkqg5a 1

আর জি কর নিয়ে সরব গোটা দেশ। গতকাল ছিল দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে রাজ্য সহ গোটা দেশ ও দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আছড়ে পড়েছে প্রতিবাদের ঝড়। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, প্রতিবাদ নেমে এসেছে রাজপথে। সাধারণ মানুষ বিশেষত মেয়েরা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করতে।

আর এই প্রতিবাদে রাস্তায় সকলের সঙ্গে সামিল হলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাজ্যের শাসক দল সহ কলকাতায় বাংলার সকলেই যাকে ‘দাদা’ নামে চেনেন অর্থাৎ সৌরভ গাঙ্গুলি কাউকেই তুলোধনা করতে ছাড়েননি তিনি। রাস্তায় নেমে যেমন প্রতিবাদ করেছেন তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন তিনি। এর পাশাপাশি তৃনমুলের সমর্থকদের ‘চটিচাটা’ উদ্দেশ্য করে তাদের কড়া জবাব দিতে ছাড়েননি শ্রীলেখা।

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে দেখা গিয়েছে শ্রীলেখা কয়েকজনের সঙ্গে বসে পানীয় শেষ করতে ব্যস্ত রয়েছেন। তার মুখে ছড়িয়ে রয়েছে উজ্জ্বল হাসি। আর এই ছবি শেয়ার করে তাতে লেখা রয়েছে, “আর জি কর আন্দোলন থেকে ফিরে মাকু শ্রীলেখার মদ নিয়ে নাচনকোদন।” অর্থাৎ প্রতিবাদ করার পর শ্রীলেখার ভাবমূর্তি এমনটাই, এমনই দাবি করা হয়েছে ভাইরাল পোস্টে।

এবার সেই পোস্ট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিজেই জবাব দিলেন শ্রীলেখা। তিনি বলেন, ভাইরাল করা ছবিটি দুই বছর আগের ছবি। তার জন্মদিনের দিন এই ছবি তোলা হয়। তাই তিনি পোস্ট করে বলেন, “ভুয়ো পোস্ট। দুই বছর আগে ছবি। চাইলে এখনকার দিতাম ভাই। ওরা সেটাই করছে যেটা করতে পারে, মেয়েদের পণ্য হিসাবে তুলে ধরা, তারা কেমন পোশাক পরে সেটা থেকে এইটা পর্যন্ত। কিন্তু তাদের একটা ভুল হয়ে গেছে, এটা দুই বছর আগের আমার জন্মদিনের ছবি।”

এর পাশাপাশি তিনি বলেন, ওই ছবিতে দেওয়ালে ‘হ্যাপি বার্থ ডে’ স্টিকার ছিল যা এডিট করে সরানো হয়েছে। তার পাশাপাশি তিনি জানান, তার জন্মদিন ৩০শে আগস্ট। তিনি আরও বলেন, “আর ভাই একটা কথা, আমি নিজের টাকায় দামী ওয়াইন খাই, তোমাদের মতন চুরির টাকায় নয়। আর একটু রিসার্চ করো। বুঝেছি খুব চাপে আছো। তোমাদের গুণধর দাদা দিদিরা যা খেলা দেখাচ্ছে।”

আরও পড়ুন,
*মুরগিকে ‘ধর্ষণ’ করছে এক নাবালক! শিউরে ওটা ভিডিয়ো প্রকাশ্যে আনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়