নতুন মাস ঘরে আসতেই সকলেই পূজোর আমেজে মেতে উঠেছে। মাত্র আর কয়েকদিন পরেই বাঙ্গালীদের বৃহৎ উৎসব দুর্গাউৎসব। উৎফুল্ল আমেজে মেতে থাকলেও, এই অক্টোবর মাস থেকেই পরিবর্তন হচ্ছে বেশ কিছু নিয়ম। এইসব রীতি না জানা থাকলে পরবর্তী দিনগুলিতে প্রচুর সমস্যায় পড়বেন।
অক্টোবর মাসের আরম্ভ থেকে আয়কর, আধার কার্ড, মিউচুয়াল ফান্ডে টিডিএস বিষয় সম্বন্ধ একাধিক রীতি পরিবর্তন হয়ে গেছে। এক দৃষ্টিতে দেখে নেওয়া যাক সেই বদলগুলি।
আধার কার্ডের নিয়ম বদল:-
প্যান কার্ডের তথ্য বা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এবার থেকে আধার এনরোলমেন্ট নাম্বারের পরিবর্তে আধার কার্ডের নাম্বার দিতে হবে। ১ অক্টোবর থেকে এই বিধি কার্যরত হয়েছে। এবার থেকে প্যান কার্ড তৈরির জন্য বা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আর আধার এনরোলমেন্ট আইডি দিতে হবে না। শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিলেই চলবে।
টিডিএস:-
কেন্দ্রীয় সরকারের বাজেটের আয়কর নিয়ে বেশ কিছু বদল এর ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর মধ্যে প্রধান ছিল ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স অথবা টিডিএস-এর বিধি। ১ অক্টোবর থেকে এই নতুন বিধি কার্যরত হয়েছে। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের সুনির্দিষ্টিত কিছু চুক্তির ওপর ১০% টিডিএস কার্যকারী হবে। জীবনবীমা,বাড়িভাড়ায় টিডিএস-এর রীতিতেও বদল এসেছে।
পিপিএফ-এ নতুন বিধি:-
১ অক্টোবর থেকে পাবলিক প্রাইভেট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প ও বহু স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের রীতিনীতিতে বদলে এসেছে। অর্থ মন্ত্রকের নিয়ম অনুসারে, এবার থেকে অপ্রাপ্তবয়স্কের একাউন্ট খোলা, অনাবাসিন্দা ভারতীয়দের পিপিএফ একাউন্ট খোলার জন্য রীতিনীতির বদল এসেছে।