প্রেমে মত্ত হার্দিক পান্ডিয়া, প্রাক্তন স্ত্রী নাতাশা কী প্রতিক্রিয়া দিলেন?

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া অবশেষে তার সম্পর্কে সিলমোহর দিলেন। বহুদিন ধরেই জল্পনা চলছিল হার্দিক পান্ডিয়া নতুন সম্পর্কে জড়িয়েছেন। অবশেষে গতকাল নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি স্টোরি শেয়ার করেন৷ সেখানেই তাকে দেখা যায় তার নতুন সঙ্গীর সঙ্গে মূহুর্ত ভাগ করে নিতে। তার বহু চর্চিত প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো। জনপ্রিয় মডেল মাহিকা শর্মার সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন হার্দিক।

যদিও এর আগে মাহিকা ও হার্দিককে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। দু’জনেই একই পোশাকে সেদিন হাজির হয়েছিলেন। নতুন জুটিকে একসঙ্গে দেখা মাত্রই চারিদিকে গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করলেন হার্দিক। এরই মাঝে নেট দুনিয়ার একাংশ মানুষের কৌতুহল, এই বিষয়টি নিয়ে নাতাশা কীভাবে দেখছেন? তিনি কি কোনো মন্তব্য প্রকাশ করেছেন?

অবশেষে নাতাশার প্রোফাইলে ঢু মারলেও তেমন কোনো ইঙ্গিত পাওয়া গেলো না। বরং নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি শরীর চর্চার ভিডিও দিয়েছেন তিনি। এবং তার একমাত্র পুত্র অগস্ত্য-কে নিয়ে বেশ কিছু মূহুর্ত ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে গাড়ির মধ্যে নাতাশা ও তার পুত্র একটি গানের সঙ্গে সুর মিলিয়ে গান করছেন। সেই গানটি হল ‘ডোন্ট স্টপ প্রেয়িং, ডোন্ট স্টপ বিলিভিং’।

IMG 20251011 102733

অর্থাৎ যা কিছুই হয়ে যাক বিশ্বাস করা থামাবে না। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতে হবে। যদিও হার্দিকের নতুন অধ্যায় নিয়ে কোনও মন্তব্য করেননি নাতাশা। বরং তিনি নিজের কাজে যেমন ডুবে রয়েছেন, তেমনই একমাত্র পুত্র সন্তানকে আগলে রেখেছেন নিজের ভালোবাসা দিয়ে। যদিও নাতাশা ও হার্দিকের বিবাহবিচ্ছেদ হওয়ার পর নাতাশাকে সকলে দায়ী করেছিলেন। অবশেষে যেনো সময়ই তার উত্তর দিলো।

error: Content is protected !!