খাবার টেবিলে বসে রয়েছেন পুত্র ও তার প্রেমিকা। সেইসময় ওই টেবিলের পাশে কাউন্টারে কাজের জন্য উপস্থিত হন বাবা। আর তিনি গিয়ে দেখেন টেবিলে তার পুত্র তার প্রেমিকাকে নিয়ে বসে রয়েছেন। আর সেইসময় পুত্র তাকে দেখে ফেলার পর বাবার সঙ্গে কথা বলার জন্য ওঠার চেষ্টা করলে বাবা পুত্রকে ইশারা করে বারণ করেন। কিন্তু কে শোনে কার কথা। বাবাকে টেনে এনে প্রেমিকার সামনে নিয়ে আসেন পুত্র। তারপর প্রেমিকার সঙ্গে বাবার পরিচয় করিয়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরেন পুত্র।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিও দেখে নেট দুনিয়ার মানুষ মুগ্ধ হয়ে গিয়েছেন। বাবার প্রতি ছেলের শ্রদ্ধা ও ভালোবাসা যা আকৃষ্ট করেছে নেট দুনিয়ার মানুষকে। ইনস্টাগ্রামে সম্প্রতি ‘মেন্ডিংক্লাউড্স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে থাকা বাবা ওই রেস্তোরাঁর ডেলিভারি কর্মী। ওই রেস্তোরাঁতে বসে ছিলেন তরুণ ও তার প্রেমিকা।
সেইসময় তরুণের বাবা কাউন্টারে হাজির হন। বাবাকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসতে চায় তরুণ। কিন্তু বাবা ইশারা করে তা করতে বারণ করেন। বাবার কাজের জন্য তরুণের সম্পর্কে কোনো প্রভাব পড়ুক তা হয়তো তিনি চাননি। আর এই কারণে পুত্রকে উঠে আসার জন্য বারণ করেন তিনি। কিন্তু পিতার সেই ইশারাকে বেমালুম উড়িয়ে বাবার হাত ধরে প্রেমিকার সামনে নিয়ে আসেন পুত্র।
এরপর দু’জনের সঙ্গে দু’জনকে পরিচয় করিয়ে দেন তিনি। পুত্রের প্রেমিকাও খুশিতে ভরে ওঠেন। এরপর পুত্র পিতাকে জড়িয়ে ধরেন। জানা যাচ্ছে, ওই ডেলিভারি কর্মী খাবারের প্যাকেট সংগ্রহ করতে রেস্তোরাঁয় গিয়েছিলেন। কিন্তু পুত্রের সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতেম পারেননি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেট দুনিয়ার মানুষ। বাবার প্রতি ছেলের শ্রদ্ধা মন ভরিয়ে দিয়েছে সকলকে।