পর্দার রসায়ন কি ফুটে উঠছে বাস্তবেও? এমনই প্রশ্ন ‘মিঠিঝোরা’ দর্শকদের। আসলে স্রোত এবং সার্থককে দেখে এমনই প্রশ্ন জেগে উঠেছে সকলের মনে। কারণ, অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের বিভিন্ন রিল ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে। পর্দায় অভিনয় করতে করতে প্রেমে পড়েছেন এমন অনেক জুটিই রয়েছে।
সেরকমই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’তে অভিনয় করছেন স্বপ্নিলা চক্রবর্তী এবং মৈনাক ঢোল। যেখানে মূলত তিন বোনের কাহিনীকে দেখানো হচ্ছে। আর এই তিন বোনের মধ্যেই রয়েছে স্রোত। স্রোত মূলত মেডিকেল স্টুডেন্ট এবং তারই কলেজের শিক্ষক সার্থক।
শিক্ষক এবং ছাত্রীর অনুরাগ, দ্বন্দ্ব বেশ জমিয়ে তুলেছে গল্পকে। পর্দার পাশাপাশি মাঝেমধ্যেই তাদের বিভিন্ন রিল ভিডিও পোস্ট করতে দেখা যায়। যা দেখার পর তাদের প্রশ্ন করা হয়েছিল তাহলে কি পর্দার রসায়ন বাস্তবে ফুটে উঠছে।? স্বপ্নীলার বলেন, ‘অনস্ক্রিনে হুঁকোমুখো স্যার আর অফস্ক্রিনে হুঁকোমুখো মৈনাক দা’।
আরও পড়ুন,
*‘… মহানায়ক উত্তম কুমার একটা মেট্রো স্টেশন … ‘ বিশেষ সন্মানকে নিয়ে এমনটা কেন লিখলেন ঋত্বিক?
পাশ থেকেই আবার মৈনাক বলে ওঠেন স্বপ্নীল খুবই ভালো মেয়ে, তার বোনের মতোন। তারা ভীষণ ভালো বন্ধু। প্রেমের মতোন কোনো বিষয় নেই তাদের মধ্যে। যা শুনে স্বপ্নীলা বলেন অনস্ক্রিনে স্বার্থককে যেহেতু অন্যরকমভাবে দেখতে হবে তাই বোন হিসেবে না দেখাই ভালো।
উত্তরে আবার মৈনাক বলেন তিনি বোন হিসেবে দেখেন না কিন্তু ভালো বন্ধু হিসেবে দেখেন। উল্লেখযোগ্য, রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। যেটি মূলত ৪৫ মিনিট ধরে চলে। টিআরপির দিক দিয়ে প্রথম দশে জায়গা না পেলেও সেটি ভালোই ফল করেছে।
আরও পড়ুন,
*ভেঙ্কটেশ প্রভুর দেওয়া উপহার, ১৫০ কোটি টাকার বাড়ি কেনা বিতর্কে কি জবাব দিলেন ধনুশ?