টক শো-তে জাহ্নবী কাপুর স্বীকার করলেন, বলিউডে পুরুষের ইগো সামলাতে কখনও ‘বোবা’ সাজার ভান করেন তিনি। টুইঙ্কল-ও শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা।
বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার মুখ খুললেন পুরুষের অহং সামলানোর অভিজ্ঞতা নিয়ে। শ্রীদেবী কন্যা জাহ্নবী সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের টক শো ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’-এর অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন করণ জোহরও।

শো-তে ইন্ডাস্ট্রিতে পুরুষের ইগো বা অহংকারের মুখোমুখি হলে কীভাবে তা সামলান—এই প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন,
> “এটি আসলে পুরুষ অহংকার পরিচালনা করার শিল্প। অনেক সময় এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে মানুষকে অপমান না করে বিষয়টা এড়িয়ে যেতে ‘বোবা’ সাজার ভান করেছি।”
তিনি আরও জানান,
> “এখন আমি এমন জায়গায় আছি, যেখানে নিজের মতামত খোলামেলাভাবে বলতে পারি। তবে অনেক সময় লড়াই বেছে নিতে হয়, কারণ কাকে কীভাবে কিছু বলা উচিত, সেটাও একটা কৌশল।”
টুইঙ্কল খান্না জানান, নব্বইয়ের দশকেও তিনি একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তাঁর কথায়,
> “আমি যখন ছোট ছিলাম, তখনও এমন অভিজ্ঞতা হয়েছিল। আমি কখনও কূটনৈতিক হওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারিনি।”
সম্প্রতি জাহ্নবীকে দেখা গেছে রোমান্টিক কমেডি ‘সানি সংস্কার কি তুলসী কুমারী’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, সানিয়া মালহোত্রা ও রোহিত সরফ। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি আয় করেছে।
Janhvi speaking about dealing with male egos
byu/Subject-Book-1678 inBollyBlindsNGossip
বিনোদন
মৃত্যুর আগে করেছিলেন বিশেষ পোস্ট, শেষ পোস্টে কাকে স্মরণ করেছিলেন সতীশ শাহ?
#JanhviKapoor #TwinkleKhanna #Kajol #Bollywood #KaranJohar #SunnySanskarKiTulsiKumari #EntertainmentNews #BollywoodActress
