এবার প্রকাশ্যে এলো বলিউডের নতুন ছবির ট্রেলার। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। এর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। ছবিতে বেদাঙ্গ অভিনয় করবেন ভাইয়ের চরিত্রে এবং তার দিদির চরিত্রে দেখা যানে আলিয়া ভাটকে।
ট্রেলারে দেখা গিয়েছে ছোটোবেলায় বাবা মা হারিয়েছেন ভাইবোন। এরপর তারা আত্মীয়দের বাড়িতে অযত্নে মানুষ। দিন যায় এভাবেই। হঠাৎ করে একদিন ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেফতার হয়। আর এরপর পুলিশের হাত থেকে ভাইকে ছাড়িয়ে আনতে তৎপর হয়ে ওঠে দিদি। ছবিটির নাম ‘জিগরা’। ছবিতে ‘ফুলো কা তারকা, সবকা কহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’ গানটি দেওয়া হয়েছে। এই গানটি কিশোর কুমারের গাওয়া গান।
ছবিতে অ্যাকশন মোডে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। তাকে দেখা গিয়েছে কখনও বুলেট ছুঁড়তে, কখনও মারপিট করতে আবার কখনও গাড়িতে স্টান্ট নিতে। এই ছবিতে একটি ডায়লগ শোনা যায়, যেখানে আলিয়ার চরিত্রটি নিজেকে হিরো ভাবতেও পিছপা হয় না৷ ছবিতে ভাইবোনের রসায়ন খুব ভালোভাবে ফুটে উঠেছে।
ছবিটি পরিচালনা করছেন ভাসন বালা। আলিয়ার সঙ্গে এটিই তার প্রথম কাজ। এর আগে পরিচালক একাধিক কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘পেডলার্স’ এবং ‘মরদ কো দরদ নেহি হোতা’-এর মতন ছবি। ছবিতে ভাই ও বোনের মধ্যে যে ভালোবাসার রসায়ন তা ফুটে উঠেছে। জানা যাচ্ছে ছবিটি আগামী ২৭শে সেপ্টেম্বর মুক্তি পেতে পারে। তবে দর্শকেরা ১১ই অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পারবেন।
আরও পড়ুন,
*আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মইন আলি