‘খাদান’ সিনেমার সাফল্যের খুশিতে প্রযোজককে গান গেয়ে শোনালেন অভিনেতা যীশু সেনগুপ্ত! সেই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি গত ২০ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব এবং যীশু সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘খাদান’।
সদ্য মুক্তি পাওয়া এই সিনেমার সাফল্য চোখে পড়ার মতোন। বিভিন্ন প্রেক্ষাগৃহে উপচে পড়েছে ভীড়। সকলের মুখে একটাই কথা খাদান সুপারহিট। এরই মধ্যেসোশ্যাল মিডিয়ায়একটি ভিডিও উঠে এসেছে যেখানে দেখা যায় প্রযোজক নিসপাল সিং’কে ‘ও মধু আই লাভ ইউ’ গান গেয়ে শোনাচ্ছেন যীশু।
যা শুনে প্রথমে অবাক হয়ে যান নিসপাল নিজেই। এরপর যীশুর সাথে হাসতে শুরু করেন তিনিও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেকে সেখানে যীশুর প্রশংসা করেছেন এবং তাদের কাজ যে দর্শকদের ভীষণ ভালো লেগেছে সেই বিষয়টিও উল্লেখ করতে ভোলেননি।
উল্লেখযোগ্য, ‘খাদান’ সিনেমাটি তৈরি হয়েছে মূলত ক্ষমতার লড়াই নিয়ে। এছাড়াও সেখানে অসাধারণ গল্প ফুটে উঠেছে। এমনটাই জানাচ্ছেন দর্শকেরা। বেশ অন্যরকমের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন নির্মাতারা। যেখানে অভিনয় করেছেন দেব, যীশু, ইধিকা পাল থেকে শুরু করে প্রমুখ শিল্পীরা।
সিনেমার কাজ শেষ হওয়ার পর কোমর বেঁধে প্রচারে নেমেছিলেন সমস্ত কলাকুশলীরা। গোটা বাংলা জুড়ে তারা তাদের প্রচার চালিয়ে গিয়েছেন। এমনকি নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে সকলকে। আর তার ফলাফল পেয়েছেন হাতেনাতে। অন্যদিকে ওই একই দিনে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’, দুই সিনেমার লড়াই চলছে জোরকদমে।