কর ফাঁকি মামলায় দোষ কবুল জো বাইডেনের পুত্র হান্টার!

এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হতে চলেছেন। হান্টার তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ আদালতের কাছে স্বীকার করে নিয়েছেন। ইতিমধ্যে হান্টারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লক্ষ ডলার আয়কর ফাঁকি দিয়েছেন। এই অভিযোগ প্রমাণিত হলে হান্টারের হতে পারে ১৭ বছরের কারাদণ্ড। এর পাশাপাশি ৫ লক্ষ থেকে ১০ লক্ষ ডলার জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও এদিন হান্টার আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। প্রথমে তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারের কার্যক্রম শুরুর আগে হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়। তবে শুধু এবার নয়, এর আগেও তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। গত বছর জুন মাসে তার বিরুদ্ধে অস্ত্র রাখা ও মাদক ব্যবহারের সম্পর্কে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এই মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। এই অভিযোগ প্রমাণিত হলে হান্টারেট হতে পারে ২৫ বছরের কারাদণ্ড। জানা যায় ২০১৮ সালে হান্টার পয়েন্ট ৩৮ রিভলবার কেনার সময় মাদকের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠেছিল। তবে এই অভিযোগ হান্টার অস্বীকার করেন। তার কথায় তিনি একেবারে নির্দোষ ছিলেন। এদিকে ওই মামলায় ১২ই জুন তিন ঘন্টা শুনানি হওয়ার পর হান্টারকে দোষী সাব্যস্ত করে আদালত।

হান্টার যে বিষয়গুলির অভিযোগে অপরাধী তা প্রমাণিত হলে হতার সাজা দাঁড়ায় ২৫ বছর। তবে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত আদালতের বিচারকে শাস্তি ঘোষণা করেনি৷ এর পাশাপাশি সাজা ঘোষণার কোনো দিনক্ষণ জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার চার মাসের মধ্যে সাজা ঘোষণা করা হয়। তবে বাইডেনের পুত্র শাস্তি পাবেন কিনা তা এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন,
*সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজোর পর নার্সিংহোমে ভর্তি দীপিকা, শীঘ্রই আসবে সুখবর!

error: Content is protected !!