কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পিছু ছাড়ে না বিতর্ক। তারা বারংবার কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েন। বিয়ের পর থেকেই এই দম্পতির জীবনে বিতর্ক একটি আলাদা জায়গা করে নিয়েছে। তবে এবার শ্রীময়ী চট্টরাজ যা জানালেন তা যেনো আকস্মিক। বর্তমানে কাঞ্চন ও শ্রীময়ী দু’জনেই তাদের কাজের জায়গায় ব্যস্ত রয়েছেন। তাই তাদের একমাত্র কন্যা সন্তানকে দেখভালের জন্য ২৪ ঘন্টা তারা সময় দিতে পারেন না।
আর এই কারণে তাদের একমাত্র মেয়ে কৃষভিকে দেখাশোনা করার জন্য একজন আয়া তারা রাখেন। ওই আয়া ২৪ ঘন্টা কৃষভির দেখাশোনা করতেন। বিপত্তির সূত্রপাত ঘটে এখান থেকেই। শ্রীময়ী জানান, “উল্টো রথের আগের দিন একটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলাম। আমার ফোনে বাড়ির সিসিটিভির কানেকশন করা। তো সেখানে আচমকা দেখি আমার মেয়েকে মারছে আমার বাড়ির আয়া। কৃষভিকে উল্টো করে পিঠে মারছে।”
তিনি আরও বলেন, “আমার মেয়ে চিৎকার করে কাঁদছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাতে চেয়েছিলাম কিন্তু ওই সেন্টারের মালিক অনুরোধ করায় আমরা করি না। এই ঘটনার পর কৃষভি ট্রমায় ছিল।” এর পাশাপাশি তিনি আরও জানান, “আমার মেয়েকে জল গরম করে খাওয়াতে বলেছিলাম। একটি মেয়ে গিজারের কল থেকে জল এনে খাইয়েছিল। দিনের পর দিন তারা কৃষভিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করে গেছে আমার অনুমতি ছাড়া।”
শ্রীময়ী জানান, “আমার বাড়ি থেকে বহু জিনিস চুরি হয়েছে। এমনও একদিন হয়েছে আমার বাড়ির পরিচারিকা ও আয়া দু’জনে মিলে পরামর্শ করে জিনিসপত্র অনলাইনে অর্ডার করে আনিয়েছে। আর সেই জিনিস ডেলিভারি দিতে এসে গ্রিলের বাইরে থেকে ডেলিভারি বয় আমার মেয়েকে আদর করে গিয়েছে। এসবও সিসিটিভিতে ধরা পড়েছে।”