ফের একসাথে কাজ করতে চলেছেন কণিকা-তাপসী, ‘গান্ধারী’তে দুঃসাহসী মায়ের ভূমিকায় অভিনেত্রী

‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমার সাফল্যের পর ফের একসাথে কাজ করতে চলেছেন জনপ্রিয় জুটি কণিকা ধিলোন এবং তাপসী পান্নু। খুব শীঘ্রই তাদের একটি অ্যাকশন, থ্রিলার সিনেমা ‘গান্ধারী’তে কাজ করতে দেখা যাবে। যেখানে মূলত ভিন্ন ধরনের ভালোবাসা দেখতে পারবেন দর্শকেরা।

এই সিনেমায় ফুটে উঠবে একজন মা এবং মেয়ের গভীর সম্পর্ক। এর আগে ‘হাসিন দিলরুবা’র দুটি সিনেমাতেই কণিকা ধিলোনের লেখা কাহিনী উপভোগ করেছেন দর্শকেরা। আর এবার তারা ‘গান্ধারী’তে দেখতে পাবেন দুর্দান্ত অ্যাকশন এবং রহস্য। এবার তাপসীকে একেবারে বিপরীত চরিত্রে দেখা যাবে রানী কাশ্যপের চরিত্রের থেকে।

এই সিনেমায় তিনি একজন দুঃসাহসী মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এই বিষয়ে ‘নেটফ্লিক্স ইন্ডিয়া অরিজিনাল’ সিনেমার পরিচালক রুচিকা কাপুর শেখ জানিয়েছেন, ‘গান্ধারী ভীষণ আবেগপ্রবণ, অ্যাকশন, থ্রিলার সিনেমা। যেটি অন্যরকমের হতে চলেছে। আমরা ভীষণই উচ্ছ্বাসিত তাপসী এবং কণিকা ফের একসঙ্গে কাজ করায়।’

অন্যদিকে তাপসী বলেন, ‘আমি আর কণিকা যখন একসাথে কাজ করি তখন অন্য রকমের জাদু কাজ করে। গান্ধারীর মাধ্যমে আমি অন্য ধরনের চরিত্রে কাজ করতে চলেছি। আমি নয় বছর আগে অ্যাকশন করেছিলাম এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম নতুন চ্যালেঞ্জের জন্য।’

যদি আমরা এই বিষয়ে কণিকার মতামত দেখি তাহলে তিনি বলেন, ‘ফির আয়ি হাসিন দিলরুবার অভূতপূর্ব ভালোবাসার পর গান্ধারীতে কাজ করা আমার এবং তাপসীর ঘরে ফেরার মতো। এই সিনেমায় একজন মায়ের ভালোবাসা এবং তার দুঃসাহস দেখানো হবে। একজন বাঘিনীর সন্তানকে কখনোই বিরক্ত করা উচিত নয়, তাহলে সে আপনাকে ধ্বংস করে দেবে।’

আরও পড়ুন,
*সৌন্দর্যের নিরিখে ১০ গোল দিতে পারেন বলি ডিভাদের! কিয়ারা আডভানীর দিদির অজানা তথ্য

error: Content is protected !!