‘রান্নাঘর’ সঞ্চালনার দায়িত্বে কনীনিকা, বাদ পড়ায় মন খারাপ সুদীপার

kmc 20240916 121121 d9274pzm30

জি বাংলা চ্যানেলের একটি জনপ্রিয় টেলিভিশন শো হলো ‘রান্নাঘর’। এই শো মানেই যার নাম সকলের প্রথমে মনে আসে তিনি হলেন সুদীপা চট্টোপাধ্যায়। জি বাংলার ‘রান্নাঘর’-এর দায়িত্ব তিনি সামলেছেন এতদিন। তবে ফের টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে এই শো। কিন্তু এবার আর সঞ্চালিকার দায়িত্বে সুদীপা নয়, দেখা যাবে টলি পাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। সুদীপা দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘রান্নাঘর’-এর মাধ্যমে।

দীর্ঘদিন এই শো টেলিভিশন পর্দা থেকে বিরতি নিয়েছিল। তবে অবশেষে সেই অপেক্ষা অতিক্রান্ত। ফের জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘রান্নাঘর’। এবারের শো-তে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে জি বাংলায় আরেকটি রান্নার শো ‘রন্ধনে বন্ধনে’ চলছিল। এর মাঝেই খবর এলো আবার শুরু হতে চলেছে ‘রান্নাঘর’। এদিকে এবারে যিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি সুদীপার ভালো বন্ধু।

তবে নিজের প্রিয় শো-তে এবার আর সুযোগ না পাওয়ায় কেমন লাগছে সুদীপার? প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না রেখে তিনি স্পষ্ট বলেন, “সত্যি কথা বলতে কি, খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। আমি আরও অনেক কাজ করেছি। কিন্তু লোকে মনে রাখেনি। হয়তো মনে রাখার মতো কিছু করিনি বলেই রাখেনি। আমাকে দেখলেই লোকে বলে, ওই যে সুদীপা যে ওই রান্নাঘর করত।”

এরপর তিনি বলেন, “প্রথম যখন রন্ধনে বন্ধনের প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এ ক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কনীনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে তখনও খুব দুঃখ লেগেছে। শুধু মনে হয়েছে রান্নাঘর হচ্ছে অথচ আমি নেই! আসলে এই শো’টার সঙ্গে তো টাকাপয়সার সম্পর্ক নেই শুধু, বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করেছি। নিজে বাসন মেজেছি। শুধু মনে হয়েছে ওটা তো আমারই রান্নাঘর।”

বর্তমানে জি বাংলার ‘রন্ধনে বন্ধনে’-তে দেখা যাচ্ছে গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষকে। এই শো’য়ে যেমন সুদীপাকে দেখা যাচ্ছে না তেমনই সুদীপা এতদিন যে শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তাও এবার সঞ্চালনা করবেন তারই বন্ধু কনীনিকা। এমন সময়ে সুদীপার মন খারাপ। তবে এই সময় তিনি পাশে পেয়েছেন তার স্বামী অগ্নিদেবকে। তার স্বামীর কথায়, যা একসময় শুরু হয় তা শেষ হবেই। তাই এই বিষয় নিয়ে সুদীপাকে দুঃখ করতে নিষেধ করেছেন তার স্বামী।

সুদীপার স্বামী তাকে জানিয়েছেন, নতুনকে মেনে নিতে। কনীনিকাকে শুভেচ্ছা জানাতে বলেন তার স্বামী। এই প্রসঙ্গে সুদীপা বলেন, “হ্যাঁ ঠিকই তো, কনি তো আমার বন্ধু, সুগৃহিণীও। হয়তো ও করলে অন্যরকম একটা স্বাদ আসবে। আসলে আমি বা অপাদি অনেকটা একই রকম, তাই আমি আবারও এলে হয়তো মানুষের মধ্যেও একঘেয়েমি চলে আসত। ওরাও হয়তো বিরক্ত হতেন। বলতেন, ওই সুদীপার এক কথা, এক শাড়ি। তার চেয়ে হয়তো এই ভাল। কনি এলে নতুন কিছু হবে। স্বাদবদল হবে।”

আরও পড়ুন,
*মিনি মুন! পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে একটি নতুন গ্রহাণু