অবশেষে কোল আলো করে এলো সন্তান, কন্যা নাকি পুত্র সন্তানের জন্ম দিলেন কিয়ারা আডবানি?

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রেই সকলের মাঝে ছড়িয়ে পড়েছিল খবর। অবশেষে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করে সকলকে জানালেন সদ্য হওয়া কন্যাসন্তানের বাবা ও মা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। সোশ্যাল মিডিয়ায় আজ বুধবার সকালেই একটি পোস্ট করেন তারা। সেখানে তারা লেখেন, “আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গিয়েছে। কন্যাকে স্বাগত জানাতে পেরে আমরা ধন্য”।

তারকা দম্পতি এই খবর সামনে আনার পর শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সকলে। অদা খান শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থকে। এর পাশাপাশি আরও অনেক সেলিব্রিটি তাদের নতুন জীবনের জন্য ও পৃথিবীতে নতুন সদস্য আগমনের জন্য শুভকামনা জানিয়েছেন। যদিও কিয়ারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কয়েকবার দেখা গিয়েছে। মুম্বাইয়ের ক্লিনিকে কিয়ারা ও সিদ্ধার্থকে একসঙ্গে দেখা গিয়েছিল গত সপ্তাহেই।

অনেকেই অনুমান করেছিলেন হয়তো খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে। আর সেই সুখবরের সময় উপস্থিত হয় মঙ্গলবার। যদিও সেইসময় তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট না করলেও এদিন বুধবার তাদের কন্যা সন্তান ভূমিষ্ট হওয়ার খবর জানালেন তারা। কিয়ারা আডবানি অন্তঃসত্ত্বা অবস্থায় এবারের মেডগালা-তেও হাজির হয়েছিলেন। সেখানে তিনি সাদা কালো এক বিশাল গাউনে নজর কেড়েছিলেন। সেইসময় কিয়ারার জৌলুশ ছিল চোখে পড়ার মতন।

অন্তঃসত্ত্বা অবস্থায় কিয়ারা আডবানির গ্ল্যামার যেনো অনেকাংশেই বেড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ছবি ও ভিডিও পোস্ট করেন যা মুহূর্তেই প্রশংসা কুড়ায়। এবার নতুন সদস্য কোলে আসায় তাদের পৃথিবী যে বদলে গিয়েছে তা তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়েছে। কিয়ারা ও সিদ্ধার্থ একসঙ্গে কাজ করেছেন ‘শেরশাহ ছবিতে। এই ছবিতে রোম্যান্টিক দৃশ্যের পাশাপাশি বাস্তবেও তারা একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিয়ের আড়াই বছর পর কোল আলো করে এলো কন্যা সন্তান।

error: Content is protected !!