Koel: সকাল সকাল মালদার উদ্দেশ্যে রওনা দিলেন কোয়েল! ভাগ করে নিলেন ছবি

Koel: মালদার উদ্দেশ্যে রওনা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই কয়েক ঝলক। অনেকেই জানেন খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন সিনেমা ‘মিতিন একটি খুনীর সন্ধানে।’ এই চরিত্রটিকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। সে দিকটি মাথায় রেখে আরো একবার তাকে আনা হচ্ছে।

হয়তো তারই প্রচারের উদ্দেশ্যে মালদা পাড়ি দিয়েছেন তিনি। এদিন মোট তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে বসে আলগা রোদ পোহাচ্ছেন। পরনে ক্যাজুয়াল পোশাক, চোখে রোদচশমা। স্পষ্ট বোঝা যাচ্ছে এই যাত্রা তিনি ভীষণভাবে উপভোগ করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মালদা আমি আসছি।’

পোস্ট করতেই সেখানে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। আর যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয় অভিনেত্রীর আগমনের জন্য। অনেকেই বলেছেন তারা অবশ্যই দেখা করতে যাবেন। এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে ভক্তদের।

উল্লেখযোগ্য, তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্বার্থপর’ প্রচুর প্রশংসা পেয়েছে দর্শকমহলে। মূলত ভাইবোনের মান-অভিমান এবং এক কন্যা সন্তানের অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে কাহিনী। যেখানে তার দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। সেই সিনেমার সব কিছু মিটতেই এবার পালা নতুন সিনেমার।

সুচিত্রা ভট্টাচার্য দ্বারা সৃষ্ট চরিত্র মিতিন। এর আগে এই সিনেমার একাধিক ভাগ মুক্তি পেয়েছে। এবার আরও একটি কাহিনী ফুটিয়ে তোলা হবে পর্দায়। সিনেমাটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। জানা গিয়েছে আগামী বড়দিনেই সেটি মুক্তি পেতে চলেছে।

#Koel #Malda

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক