এবার অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কৌশিক-পুত্র উজান গাঙ্গুলি। এর আগে ‘রসগোল্লা’ ও ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তার হাত ধরে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘কুরুক্ষেত্র’। তারই প্রথম পোস্টার প্রকাশ্যে এলো। আগামী ১০ই অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিরিজটি। যদিও সিরিজটি পুরোই অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। সিরিজের গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছেন উজান নিজেই।
উজান গাঙ্গুলি ফিল্মি পরিবারে যেমন বড় হয়ে উঠেছেন তেমনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সিনেমা ও বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। এবার তার পরিচালনায় মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ। যদিও অ্যানিমেশনের মাধ্যমে গোটা সিরিজটি তৈরি করা বেশ কঠিন কাজ। তবে উজানের কথায়, সিরিজটি তৈরি করা শুরু করেছিলেন ২০২২ সাল থেকে। তাদের টিম এই বিষয়ে রিসার্চ করে।
তিনি আরও বলেন, এরপর চিত্রনাট্য সাজানোর কাজ শুরু হয়। এরপর ধীরে ধীরে সেটি থ্রিডি অ্যানিমেশনের রূপ দেওয়া হয়। এভাবেই তৈরি হয়েছে গোটা সিনেমা। তবে উজান এই সিনেমা তৈরি করার প্রতিটি ধাপে অনেককিছুই শিখেছেন বলে জানিয়েছেন তিনি। তবে উজানের কথায়, “কুরুক্ষেত্র’র কাজ হয়েছে বম্বে, কলকাতা এবং পুণে মিলিয়ে। আসল কাজটা অবশ্য মুম্বইতে হলেও কলকাতাতেও অ্যানিমেশনের অনেকটা কাজ হয়েছে।”
উজান আরও বলেন, “মহাভারতের গল্প কিংবা সাহিত্যের যে মান, সেটা যতটা সম্ভব আমরা বজায় রাখার চেষ্টা করেছি এই সিরিজে। কারণ শৈশব থেকেই আমাদের সকলেরই হয়তো ‘মহাভারত’ নিয়ে কম-বেশি স্মৃতি রয়েছে। আমার ভাইদেরও দেখেছি, টিভিতে ‘মহাভারত’ দেখে ভীমবেশে দৌড়াদৌড়ি করতে। শৈশবের সেই স্মৃতিগুলিকেই এবার ‘কুরুক্ষেত্র’র সঙ্গে ঝালিয়ে নেওয়ার পালা।”