প্রেমের টানে দেশ ছেড়েছেন, নবদ্বীপের কার্তিকের গলায় বিয়ের মালা পড়ালেন ব্রাজিলের ম্যানুয়েলা

Left the country because of love, Manuela from Brazil put a wedding garland on the neck of Kartikak from Nabadwip.

ব্রাজিল থেকে ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নবদ্বীপের ফরাসডাঙার টিনের চালের বাড়িতে এসে হাজির হলেন নববধূ ম্যানুয়েলা অলভেস দ্য সিলভা। এরপর দুই পরিবারের সম্মতিতে বাঙালি রীতি মেনে শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসে বিয়ে হয় নবদ্বীপের কার্তিক মন্ডল ও ব্রাজিলের ম্যানুয়েলা অলভেস দ্য সিলভার।

কীভাবে তাদের পরিচয় হলো তা নিয়ে অনেকেই উৎস্যুক হয়েছেন। ফেসবুকে আলাপ হয় নবদ্বীপের কার্তিক মন্ডল ও ব্রাজিলের তরুণীর। ছয় বছর আগে তাদের আলাপ হয়। আলাপ ধীরে ধীরে সম্পর্কে মোড় নেয়। এভাবেই তাদের মনের বন্ধন দৃঢ় হয়। এরপর ক্রমশ তারা একে অপরের প্রেমে পড়েন ও সম্পর্ক এগোতে থাকে। একসময় ব্রাজিলের ওই তরুণী ঠিক করেন তিনি কার্তিককে বিয়ে করবেন।

তাই ব্রাজিল থেকে ম্যানুয়েলা হাজির হন কার্তিকের দিল্লির বাড়িতে। জামাইষষ্ঠীর আগের দিন তিনি দিল্লিতে আসেন। এরপর নবদ্বীপের ফরাসডাঙ্গার টিনের চালের বাড়িতে এসে হাজির হন তারা৷ শুক্রবার বাঙালি রীতি মেনে দুইজনে গাঁটছড়া বাঁধেন। পরিবারের উপস্থিতি ও সম্মতিতেই হয় এই বিয়ে।

বিয়ের রীতি হিসেবে সাত পাকে ঘোরা, কলকা করা পান পাতায় মুখ ঢাকা সবকিছুই করেছেন ম্যানুয়েলা। বাঙালি পুরোহিত মশাইয়ের বলা মন্ত্র স্মার্ট অ্যাপের মাধ্যমে কার্তিক পর্তুগিজ ভাষায় ম্যানুয়েলাকে বলে দিচ্ছিলেন। তবে ম্যানুয়েলা বাঙালি উচ্চারণ করার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যে বাংলা ভাষা রপ্ত করতে চেষ্টা করছেন ম্যানুয়েলা।

ম্যানুয়েলা ও কার্তিকের বিয়েতে অমত হয়নি পরিবার। দুই পরিবারের সম্মতিতে অনুষ্ঠিত হয় এই বিয়ে।