মৃত্যুর পর গুগল সার্চ ট্রেন্ডিং-এ শীর্ষে উঠে এলেন জনপ্রিয় গায়ক লিয়াম পেইন

হোটেলের তিন তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো বিশ্বখ্যাত মিউজিক ব্যান্ড One Direction-এর প্রাক্তন সদস্য গায়ক লিয়াম পেইনের। গায়কের মৃত্যুর খবরে যেমন অনেকে ভেঙে পড়েছেন, তার পাশাপাশি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গুগল সার্চ টপ ট্রেন্ডিং-এ উঠে এসেছে তার নাম। যদিও গায়ক তার গান ও ব্যান্ডের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু তার মৃত্যুর খবর জানার পর তিনি হয়ে ওঠেন গুগল সার্চের একেবারে শীর্ষে।

বুধবার বুয়েনস আইরেসের একটি হোটেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। এই ঘটনার প্রেক্ষিতে বুয়েনস আইরেসের পুলিশের তরফে জানানো হয়েছে, পেইন আর্জেন্টিনার রাজধানীর ট্রেন্ডি পালেরমো পাড়ার কাসা সুর হোটেলের তিন তলা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন৷ পরে ঘটনাস্থলে চিকিৎসকরা এলে তার মৃত্যু নিশ্চিত করেন।

এরপরই ট্রেন্ডর ডট গুগল-এর তরফে জানানো হয় বৃহস্পতিবার সকালে লিয়াম পেইনের উপর হটাৎ করেই সার্চ ট্রেন্ড দেখা গিয়েছে। আর এরফলে ৯ ঘন্টার ব্যবধানে ৫ লক্ষেরও বেশি অনুসন্ধান করা হয়েছে তাকে নিয়ে। অর্থাৎ গুগল সার্চ ট্রেন্ডে একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

গায়কের মৃত্যুর পর আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক পরিচালক পাবলো পলিসিচিও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানানো হয়েছে, পেইন তার ঘরের বারান্দা থেকে লাফ দিয়েছিলেন। এরপর তারা জানান, “আক্রমণাত্মক ব্যক্তি যিনি মাদক বা অ্যালকোহলের প্রভাবের অধীনে থাকতে পারে”। পেইন মাদক দ্রব্য লড়াই করার বিষয়ে সোচ্চার ছিলেন।

এই বিষয়ে তিনি গত বছর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, চিকিৎসার পর তিনি ৬ মাস সুস্থ। ওয়ান ডিরেকশনের পাঁচ সদস্যের মধ্যে লিয়াম পেইন ছিলেন একজন।

error: Content is protected !!