টলিউডের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত তারা। কিন্তু শোনা যাচ্ছে এবার তাদেরও ঘর ভাঙছে। কথা হচ্ছে টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তকে নিয়ে এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। যিশুর সঙ্গে বিয়ে হওয়ার পর বলিউড থেকে বিদায় নিয়েছেন নীলাঞ্জনা। যিশুর জীবনের সমস্ত রকম সময়ে তার থেকেছেন। এখন নাকি তাদের দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন তলানিতে এসে ঠেকেছে।
সম্প্রতি নীলাঞ্জনা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে ‘সেনগুপ্ত’ উপাধি সরিয়ে দিয়েছেন। তার আগেই মা’কে হারিয়েছেন তিনি। এবার বিয়ে ভাঙার খবরও সামনে এসেছে। তবে কি সত্যি আলাদা হতে চলেছে তাদের পথ। যদিও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে সম্প্রতি নীলাঞ্জনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যা দেখে জল্পনা আরও বেড়ে গিয়েছে।
তিনি লিখেছেন, “ব্রোকেন বাট বিউটিফুল’ তিনি আরও লিখেছেন, ‘এই বছরটা অনেক অস্থিরতার মধ্যে কাটল। একের পর এক হারিয়ে ফেলা। একের পর এক ক্ষতি। একের পর এক যুদ্ধ। তবু এই বিশ্ব আমায় নিজের আসল রঙটা চিনিয়ে দিল। আমায় শেখাল, ভাঙা জিনিসও সুন্দর হতে পারে। আমায় দেখাল আমিও ভালবাসা পেতে পারি, আমায় কেউ ঘিরে রাখতে পারে।”
আরও পড়ুন,
*‘…গর্ব হয় তোমার জন্য’, নীলাঞ্জনার উদ্দেশ্যে কি লিখলেন মহুয়া
তিনি আরও লিখেছেন, “জ়ারা, সারা, চন্দনা.. তোমরা আমার শক্তির উৎস। তোমাদের ভালবাসি। যাঁরা আমায় মেসেজ করেছেন যোগাযোগ করার চেষ্টা করেছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের অনেক ধন্যবাদ। এখন আমার একটু সময় দরকার। আমি উদ্বিগ্ন, সবকিছু নতুন করে শুরু করার জন্য সময় চাই। ততদিন অবধি… আমার জন্য দয়া করে প্রার্থনা করবেন।”
নীলাঞ্জনার এই পোস্ট ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে। বর্তমানে যিশু বলিউডে কাজ করছেন। অর্থাৎ কলকাতাতে তিনি বর্তমানে নেই। এরই মাঝে এমন পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছেন। শোনা যাচ্ছে যিশু নাকি দ্বিতীয় সম্পর্কে জড়িয়েছেন। আর সেটিই তার দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কে ছেদ ঘটিয়েছে।
আরও পড়ুন,
*বিমানসেবিকার ভুলে সারার গায়ে উল্টে পড়ল জুসের গ্লাস, এ কি কান্ড ঘটেলেন সইফকন্যা!