জিমে গিয়েও রেহাই নেই, প্রেমিকের কাছে বকা খাচ্ছেন মধুমিতা! কোন অপরাধ করলেন তিনি? জানুন

এই সবে শুরু, এখনো অনেক বকা খাওয়া বাকি আছে তার নিজস্ব জিম ট্রেনারের কাছ থেকে! এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। হঠাৎ কী এমন হলো যে ট্রেনারের কাছ থেকে বকা খাচ্ছেন তিনি? আসুন তাহলে বিষয়টি বিস্তারিত জানা যাক।

আসলে এই ট্রেনার আর কেউ নন বরং তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। যিনি ফিটনেস সম্পর্কে ভীষণই সচেতন। তবে মধুমিতা কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। তাই তো জিমে গিয়েই দেবমাল্যর কাছ থেকে বকা খেতে শুরু করেছেন ভুল করার জন্য। যেভাবে তাকে বলা হয়েছে তিনি সেভাবে করতে পারেননি।

তার জন্যই এই বকা খেতে হয়েছে অভিনেত্রীকে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওয়েট লিফটিং করছেন, আর তার ভিডিওটি তৈরি করেছেন দেবমাল্য। শুরুতেই তাকে বলতে শোনা যায় ‘কন্ট্রোল।’ ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘এই সবে শুরু আরো অনেক বকা খাওয়া বাকি আছে আমার নিজস্ব জিম ট্রেনারের কাছে।’

ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তাদের এই দুষ্টু-মিষ্টি মুহূর্ত পছন্দ করেছেন তারা। আসলে কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন মধুমিতা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে ভোলেন না। এদিক-ওদিক ঘোরা থেকে শুরু করে শরীরচর্চার সময়ও একসঙ্গে কাটাচ্ছেন এই দুইজন।

যা তাদের সম্পর্ককে আরো বেশি মজবুত করছে। উল্লেখযোগ্য, প্রথমদিকে এই সম্পর্ক নিয়ে বেশ রাখঢাক করলেও ধীরে ধীরে তা প্রকাশ্যে এনেছেন এই জুটি। এমনকি মধুমিতা বিশেষ দিনেরও অপেক্ষা করছেন। কয়েকদিন আগে বেশ কয়েকটি ছবি পোস্ট করে সেই কথাই জানিয়েছিলেন তিনি।

error: Content is protected !!