বিয়ের পর থেকেই বিশেষ খাবার খাচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ! সম্প্রতি একটি লাইভ ভিডিওতে এসে তেমনটাই জানালেন তারা। এই জুটির বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিয়ের পরেও চলেছে কটাক্ষের বন্যা।
কাঞ্চন মল্লিক সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও শ্রীময়ী কিন্তু ভীষণই সক্রিয়। বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করা তো রয়েছেই এছাড়াও ইনস্টাগ্রামে লাইভ আসতে দেখা যায় তাকে। সম্প্রতি সেরকমই একটি ভিডিওতে লাইভ এসে কাঞ্চনকে জিজ্ঞেস করেছিলেন, ‘কী খেয়েছো?’
তারপর কাঞ্চনকে বলতে শোনা যায়, ‘ডিম তরকা, চিকেন চাপ, রুমালি রুটি, সাঁচী পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং শেষে দরবেশ’। অন্যদিকে শ্রীময়ী তাকে জিজ্ঞেস করেন যে, ‘তুমি আমাকে কী খাওয়াচ্ছো?’ তখন হাতে ঘোলের গ্লাস নিয়ে কাঞ্চন বলেন, ‘যা বিয়ের পর সবাই খায় তাই খাওয়াচ্ছি।’
তাকে শ্রীময়ী জিজ্ঞেস করেন যে, ‘তাহলে তুমি স্বীকার করলে যে তুমি আমাকে ঘোল খাওয়াচ্ছো?’ এরপরে কাঞ্চন বলেন, ‘না বিয়ে করে আমি ঘোল খাচ্ছি।’ যদিও এই ভিডিও পোস্ট করতেই তাদের নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা। অন্যদিকে তাদের বিয়েতে নাকি বিশেষ উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনটাই জানিয়েছিলেন তারা। আসলে তাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে তাদের উপহার পাঠাতে ভোলেননি তিনি। যখন তাদের জিজ্ঞেস করা হয় কী উপহার পাঠিয়েছেন? তখন বলেন, ‘এটা সারপ্রাইজ থাক। তবে তিনি যাই পাঠিয়েছেন তাই আমাদের জন্য সেরা।’