অবাধ্য মিমির হাত ধরে টেনে নিয়ে চলেছেন আবীর! ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

অবাধ্য মেয়ের মতোন তাকে হাত ধরে টেনে নিয়ে চলেছেন আবীর চ্যাটার্জী! সম্প্রতি সেই ভিডিও ভাগ করে নিয়েছেন মিমি চক্রবর্তী। হয়তো অনেকেই জানেন আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে তাদের অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান।

যেটি দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। এরই মাঝে শ্যুটিংয়ের সময়কার টুকরো টুকরো দৃশ্য পোস্ট করে চলেছেন মিমি। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় তিনি নিজের ছন্দেই ভিডিও তৈরি করছেন। এরপর হঠাৎ করে আবীর এসে তার হাত ধরে টানতে টানতে নিয়ে যান।

আর বলতে থাকেন, ‘এভাবে নায়িকাকে টেনে নিয়ে যেতে হয়, চল।’ শেষে মিমি পরিচালক শিবপ্রসাদের পাশে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের শ্যুটিং শেষ হয়েছে।’ শুধু তাই নয় পূজোতে সিনেমাটি দেখতে যাওয়ার কথাও বলেন তিনি। আর এই ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন দর্শকেরা।

প্রত্যেকে বলেছেন মিমি এবং আবীর এভাবে শ্যুটিং ফ্লোরে খুনসুটিতে মেতে ওঠেন। এছাড়া তাদের জন্য শুভকামনা জানাতেও দেখা গিয়েছে সকলকে। নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমাটিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। দীর্ঘ সময় পর সেটির দ্বিতীয় ভাগ আসতে চলেছে।

এই সিনেমায় তারা দু’জন ছাড়াও রয়েছেন ভিক্টর ব্যানার্জি, অঙ্কুশ হাজরা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে প্রমুখ তারকারা। এক কথায় বলতে গেলে সিনেমাটি তারকাখচিত। ফলস্বরূপ এই সিনেমাটি নিয়ে অনেক বেশি আশায় রয়েছেন দর্শকেরা। আপাতত অপেক্ষা সিনেমাটি মুক্তির।

error: Content is protected !!