সম্প্রতি এবার ঝলমল করার বার্তা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে তিনি যে পদ্ধতিতে এই বার্তা দিয়েছেন তা দেখে ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। সোশ্যাল মিডিয়ায় কমবেশি ভালোই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। যেখানে বিভিন্ন ছবি ও ভিডিও আমরা দেখতে পাই সচরাচর।
সম্প্রতি সেখানেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে কালো পোশাকে রীতিমতো ঝলমল করছিলেন তিনি। সাথে সকলকে এও বার্তা দিয়েছেন তারা যেন সবসময় ঝলমল করতে থাকেন। এদিন তাকে কালো পোশাকে দেখা গিয়েছে।
গ্লিটারিং কালো প্যান্ট এবং গ্লিটারিং কালো জ্যাকেট পরেছেন তিনি। একইসাথে ভেতরে পরেছেন কালো রংয়ের টি-শার্ট। সাথে লম্বা কানের দুল এবং মানানসই মেকআপ তাকে ভীষণই আকর্ষণীয় করে তুলেছিল। সবথেকে নজর কেড়েছে তার আত্মবিশ্বাস। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুধুমাত্র ঝলমল করতে থাকো।’
অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন জীবনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন সব সময় নিজের আত্মবিশ্বাসের সাথে সেগুলির সম্মুখীন হতে হবে। কখনোই দমে গেলে চলবে না। নিজের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে। তার এই বার্তা বেশ ভালোই বুঝে গিয়েছেন অনুরাগীরা।
তাইতো বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকের মুখে একটাই কথা, ‘আপনি একদম ঝলমল করছেন।’ এছাড়াও অন্যান্য মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও তিনি এখন টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের।