গত জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ছবি ‘সাইয়ারা’। ছবিতে নবাগত জুটি হিসেবে অভিনয় করেছেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। তাদের অভিনীত প্রথম ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এর পাশাপাশি দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই নতুন জুটিকে। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ৫০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। প্রেক্ষাগৃহ ভীড় করে মানুষ এই ছবি দেখেছেন।
এবার জানা যাচ্ছে, ছবিটি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এবার দেখানো হবে ছবিটি৷ গতকাল বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে জানানো হয়, গ্লোবালি সিনেমাটি দেখানো শুরু হবে ১২ই সেপ্টেম্বর থেকে। অর্থাৎ ১২ই সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ছবিটি দেখতে পারবেন সকলে। ‘সাইয়ারা’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেলে ১৯০টি দেশের দর্শক দেখতে পাবেন।
আরও পড়ুন,
ক্যাফে থেকে বের করে দেওয়া হয় অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে, সাক্ষাৎকারে কী জানালেন জেমাইয়া রড্রিগেস
গত ১৮ই জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই তা বক্স অফিসে সুপারহিট। প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে ২০ কোটি টাকা ব্যবসা করে। সিনেমা বিশ্লেষকদের কথায়, করোনা পরবর্তী সময়ে রোম্যান্টিক ঘরানার ছবি হয়েও এটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এবার সকলের জন্য ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘সাইয়ারা’।
ছবির স্ট্রিমিং-এর আগে পরিচালক মোহিত সুরি বলেন, “সাইয়ারা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি। এই ছবিকে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি স্ট্রিমিংয়ের ফলে যে দর্শক এই ছবি দেখতে পাননি তাঁরাও দেখতে পাবেন। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।”