রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প আনা হয়। আর এই প্রকল্পের জন্য মানুষ সুবিধা পায়। রাজ্য ও কেন্দ্র দুই সরকারের অধীনে রাজ্য ও দেশের মানুষের জন্য আনা হয় প্রকল্প। যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফে আনা হয়েছে মানুষের জন্য একাধিক প্রকল্প বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছে রাজ্য সরকার।
মহিলাদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার তেমনই পুরুষদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবুজসাথী। বেশিরভাগ প্রকল্পে আর্থিকভাবে সাহায্য করা হয়। তবে সবথেকে যে প্রকল্পটি নিয়ে আলোচনা চলে তা হলো লক্ষ্মীর ভান্ডার।
এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা লাভবান হয়েছেন। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের মহিলারা প্রতি মাসে ৫০০ ও তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন।
লোকসভা ভোটের প্রাক্কালে সেই টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়৷ বর্তমানে সাধারণ মহিলারা পান ১০০০ টাকা ও তফশিলি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পান ১২০০ টাকা।এবার লক্ষ্মীর ভান্ডারের মতন আরেক জনদরদী প্রকল্প শুরু হলো। সেই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা’।
মহারাষ্ট্র সরকারের তরফে এই প্রকল্প আনা হয়েছে সেই রাজ্যের মহিলাদের জন্য। মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা। জুলাই মাস থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে।