‘..ঘৃণার শিকার হচ্ছে আমার সন্তানরা,’ মা হিসাবে বড় পদক্ষেপ নিলেন আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল

স্বামী আরমান মালিকের সাথে থাকতে চান না প্রথম স্ত্রী পায়েল! সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তেমনটাই জানালেন তিনি। আসলে স্বামীর এই বহুগামীতা সহ্য করতে পারছেন না পায়েল। ইতিমধ্যেই তার পরিবার এবং তাকে চরম ঘৃণার শিকার হতে হয়েছে। তাই বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ১৯ জুলাই শে একটি ব্লগ শেয়ার করে পায়েল বলেন, ‘অনেক নাটক হয়ে গিয়েছে। আর নেওয়া যাচ্ছে না। যতক্ষণ বিষয়টা আমাকে নিয়ে ছিল এক রকম ছিল। এখন এই ঘৃণার শিকার হচ্ছে আমার সন্তানরা। যা অত্যন্ত শকিং এবং বিরক্তিকর। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরমানের থেকে আলাদা হয়ে যাবো। ও কৃতিকার সঙ্গে থাকতেই পারে, কিন্তু আমি সন্তানদের আমার কাছে রাখবো।’

তিনি এদিন আরও বলেন, ‘আমি জানি গোলু হয়তো জায়েদকে ছাড়া থাকতে পারবে না। তাই কৃতিকা ওকে রাখতে পারে। কিন্তু আমি আমার সঙ্গে আমার তিন সন্তানকে নিয়ে যাবো। ওর এই বহুগামীতায় মানুষ খুশি নয়। আর ঘৃণা নিতে পারছি না আমি। আমার কষ্ট হচ্ছে। হয় আমরা তিনজনই আলাদা হবো। নইলে আমরা দু’জন বা আমি একাই আলাদা হয়ে যাবো।’

তার মতে তিনি এতো ঘৃণার শিকার হননি কখনো। এতো ট্রোলড কখনো হননি। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এসবের থেকে তিনি নিজেকে ও সন্তানদের আলাদা রাখতে চান। উল্লেখযোগ্য, এই বছরের ‘বিগ বস ওটিটি’তে দুই স্ত্রীকে নিয়ে অংশগ্রহণ করেন ইউটিউবার আরমান মালিক।

ইতিমধ্যে বাদ পড়েছেন পায়েল। এখনো পর্যন্ত তিনি এবং কৃতিকা সেখানেই রয়েছেন। এসবের মাঝেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার। যেখানে দেখা যায় বিগ বসের ঘরের আলো নিভতেই যৌনতায় মেতে উঠেছেন কৃতিকা এবং আরমান। তার ঠিক পরেই পায়েল জানান তিনি আরমানের সাথে আর থাকতে চান না।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক