নতুন AC লোকাল পরিষেবা, সঙ্গে বাড়ল অন্য ট্রেনও, শিয়ালদহ সেকশনে যাত্রীদের জন্য রেলের একাধিক বড় ঘোষণা

শিয়ালদহ সেকশনের যাত্রীদের ভিড় কমানো ও পরিষেবা আরও দ্রুততর করতে পূর্ব রেল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রেল কর্তৃপক্ষ জানান, নতুন এসি ট্রেন চালু থেকে শুরু করে বিদ্যমান ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কয়েকটি রুটে যাত্রাপথ সম্প্রসারণ—সব মিলিয়ে যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে আসতে চলেছে বড় বদল। পাশাপাশি বিধাননগর ও দমদম স্টেশনে কোন সেকশনের ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, তার হালনাগাদ নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

নতুন এসি লোকাল পরিষেবা

শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-রানাঘাট রুটে ইতিমধ্যেই এসি লোকাল চালু আছে। এবার আরও দুটি ব্যস্ত রুটে যুক্ত হচ্ছে নতুন এসি ট্রেন।

শিয়ালদহ–কল্যাণী এসি লোকাল

শিয়ালদহ থেকে ছাড়বে: বিকেল ৩:১০

স্টপেজ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া

কল্যাণী থেকে ছাড়বে: সন্ধ্যা ৫:০২ (একই স্টপেজে দাঁড়াবে)

শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল

শিয়ালদহ থেকে ছাড়বে: সকাল ১১:৫৫

স্টপেজ: বিধাননগর থেকে কাঁচরাপাড়া হয়ে কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর

কৃষ্ণনগর থেকে ছাড়বে: দুপুর ৩:৫৭

এছাড়া রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ ও শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল এবার থেকে গোপালনগর এবং বামনগাছি স্টেশনেও দাঁড়াবে।

বিধাননগর স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্দেশিকা

১ নম্বর প্ল্যাটফর্ম

শিয়ালদহ–ব্যারাকপুরমী ট্রেন

শিয়ালদহ–বারুইপাড়া (রাত ৮:৪২)

শিয়ালদহ–বনগাঁ (রাত ৯:০৪)

২ নম্বর প্ল্যাটফর্ম

শিয়ালদহ–দমদম ক্যান্টনমেন্ট

শিয়ালদহ–ডানকুনি

শিয়ালদহ–দমদম জংশন

আপ মেইন লাইনের প্যাসেঞ্জার/মেমু

শিয়ালদহ/কলকাতা থেকে এক্সপ্রেস

শিয়ালদহ–কৃষ্ণনগর (৩:২০ বিকেল)

শিয়ালদহ–কাটোয়া (সকাল ৮:০৬)

শিয়ালদহ–কৃষ্ণনগর এসি (সকাল ৯:৪৮)

দমদম স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্দেশিকা

১ নম্বর প্ল্যাটফর্ম

শিয়ালদহ–ব্যারাকপুরমী

শিয়ালদহ–বারুইপাড়া

শিয়ালদহ–বনগাঁ

৩ নম্বর প্ল্যাটফর্ম

শিয়ালদহ–দমদম ক্যান্টনমেন্ট

শিয়ালদহ–ডানকুনি

শিয়ালদহ–দমদম জংশন

মেইন লাইনের প্যাসেঞ্জার/মেমু

কলকাতা থেকে সমস্ত প্যাসেঞ্জার

শিয়ালদহ/কলকাতা থেকে এক্সপ্রেস

শিয়ালদহ–কৃষ্ণনগর (৩:২০)

শিয়ালদহ–কাটোয়া (৮:০৬)

শিয়ালদহ–কৃষ্ণনগর এসি (৯:৪৮)

৪ নম্বর প্ল্যাটফর্ম

ব্যারাকপুরগামী সার্কুলার সাব-আরবান ট্রেন (ভায়া দমদম জংশন)

দুটি নতুন প্যাসেঞ্জার ট্রেন

1. দমদম ক্যান্টনমেন্ট → বনগাঁ

ছাড়বে: রাত ৮:০৫

চলবে: প্রতিদিন

2. বনগাঁ → বারাসত

ছাড়বে: রাত ১০:০০

চলবে: প্রতিদিন

যাত্রাপথ বৃদ্ধি পেল যে ট্রেনগুলির

৩০১১৩ বিবাদীবাগ–ব্যারাকপুর লোকাল → এবার চলবে কল্যাণী পর্যন্ত

৩১২৪২ ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল → এবার চলবে কল্যাণী থেকে শিয়ালদহ

৩৩৩২২ হাসনাবাদ–বারাসত লোকাল → এবার চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত

রেলের বক্তব্য

শিয়ালদহ বিভাগের DRM রাজীব সাক্সেনা বলেন,
“এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ বিভাগের যাত্রী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। নতুন দমদম ক্যান্টনমেন্ট পরিষেবা মেট্রো ব্যবহারকারীদের সুবিধা বাড়াবে। আর রবিবারের AC লোকাল সম্প্রসারণ পরিবারগুলোর আরামদায়ক ভ্রমণে সহায়ক হবে।”

আরও পড়ুন
নতুন বাড়িভাড়া আইন: মালিক-ভাড়াটে দু’পক্ষের বড় পরিবর্তন

সব মিলিয়ে, শিয়ালদহ সেকশনে ট্রেন চলাচল আরও মসৃণ ও যাত্রীবান্ধব করতে বড়সড় পদক্ষেপ নিল রেল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক