Nora Fatehi: নিউইয়র্কের রাস্তা থেকে একাধিক ছবি পোস্ট করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি! যা দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী কতটা সক্রিয় তা আমরা সকলেই জানি। নিত্যদিন কোনো না কোনো ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে।
সেরকমই নিউইয়র্কে গিয়ে সেখানকার কিছু মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি রাস্তায় দাঁড়িয়ে পোজ দিচ্ছেন আবার কখনো হেঁটে চলেছেন বা কারো সাথে কথা বলছেন। যখন তার পরনে ছিল নীল ডেনিম, সাদা হাইনেক এবং একটি হালকা সবুজ রঙের কোট।
চুল উঁচু করে বাঁধা এবং চোখে সানগ্লাস। এক কথায় বলতে গেলে তাকে লাস্যময়ী লাগছিল দেখতে। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কে ২৪ ঘন্টা।’ যা দেখার পর রীতিমতো প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। সকলের মুখে একটাই কথা ধীরে ধীরে অভিনেত্রী গ্ল্যামার যেন বেড়েই চলেছে।
উল্লেখযোগ্য, অভিনেত্রীর থেকে তাকে নৃত্যশিল্পী হিসেবেই বেশি চেনেন দর্শকেরা। ইতিমধ্যেই একাধিক গানে নেচে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে কিছুদিন আগেই একটি পডকাস্টে এসে তিনি তার সম্পর্কে হওয়ার সমস্ত সমালোচনার উত্তর দিয়েছিলেন।
তিনি বলেন তাকে সবসময় বলা হয় তার মধ্যে কোনো প্রতিভাই নেই। তার উত্তরে তিনি বলেন যদি তার প্রতিভাই না থাকতো তাহলে এতো লোক তাকে ভালোবাসা দিতেন না। এতো এতো ছেলেমেয়েরা তার জন্য পাগল হতেন না। তাইতো তিনি এই সমালোচনাকে বিশেষ পাত্তা দেন না।
আরও পড়ুন,
কঠিন সময়ে জীবনসঙ্গীর মনোবল বাড়াবেন কী ভাবে? জানুন মনোরোগ বিশেষজ্ঞদের মতামত
*রাত ২টোয় স্নান দিব্যাণীর! অজানা তথ্য ফাঁস ‘ফুলকি’র দিদার