Anusha Dandekar: ফের শিরোনামে অনুষা দান্ডেকর(Anusha Dandekar)। তাঁর পুরনো একটি ভিডিয়োর জেরে ফের উঠে এসেছেন শিরোনামে। ঝলকে তিনি স্পষ্ট স্বীকার করেছেন, কর্ণ কুন্দ্রার(Karan Kundrra) সঙ্গে কোনও দিনই প্রেম ছিল না।
তিনি দাবি করেন, আরও ভাল কাউকে না পাওয়ার পূর্বে সাময়িক কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনকে এই প্রজন্ম ‘সিচুয়েশনাল রিলেশনশিপ’-এর তকমা দিয়েছে। তাঁদের মধ্যে এই সম্পর্কই ছিল। তার মতে, “আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদ্যাপন-সহ অনেক কিছুই আছে।
সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্যাপন উপভোগ করতে তাই এমন একজন পাশে থাকা দরকার যিনি সর্বদা অভাব পূরণ করবেন। কর্ণ হল আমার জীবনে সেই ব্যক্তি।” লাজ সরমের মাথা খেয়ে!
অনুষা জানিয়েছেন শুধু মাত্র উদ্যাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন হয়। তাতে নাকি তিনি অন্তত কোনও অন্যায় খুঁজে পান না। কারণ, তিনি মনে করেন এই প্রজন্ম এই ধরনের সম্পর্কে অভ্যস্ত।
এই প্রসঙ্গে অনুষাকে সেই ভিডিয়োয় আরও বলতে দেখা গিয়েছে, “কোনও মানুষ একা বাঁচতে পারে না। সকলেরই যৌনতার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?” তাই যাঁর সাথে সামান্য দিক থেকে হলেও মানসিকতার মিল মেলে তাঁর সাহচর্যের উষ্ণতায় নিজেকে একটু সেঁকে নেওয়া যেতেই পারে।
আরও পড়ুন,
কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান, প্রাক্তন স্বামীর প্রতি কী বার্তা দিলেন মালাইকা অরোরা?
তার মতে, পছন্দের মানুষকে খুঁজে পেলে নাকি বর্তমান সম্পর্কে ইতি টানা যেতেই পারে। কারণ, এ ধরনের সম্পর্কে কোনও দায়িত্ব বয়ে বেড়ানোর মতো গুরুভার থাকে না। অনুষার এই সাহসী বক্তব্যে রীতিমতো শোরগোল গোটা বলিউডে। সমাজমাধ্যমে নিন্দার ঝড়! ভিডিয়ো দেখার পর নেটিজেনরা নানান মন্তব্য করছেন,
আরও পড়ুন,
কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান, প্রাক্তন স্বামীর প্রতি কী বার্তা দিলেন মালাইকা অরোরা?
এক নেটিজেনে মন্তব্য বিভাগে লিখেছেন, “হে ভগবান! স্রেফ শরীরের খিদে মেটাতে কর্ণ কুন্দ্রাকে ব্যবহার করেছেন অনুষা!” কারও কটাক্ষ, “এই মানসিকতার মানুষকে আর যা-ই হোক, শ্রদ্ধা করা যায় না। এঁরা অত্যন্ত লোভী। ইংরেজিতে যাকে বলে ‘গোল্ড ডিগার’।”
আরও পড়ুন,
*Srabanti: ‘জীবন ভেঙেচুরে যাক, ক্যামেরা কখনো কষ্ট দেখতে পায় না’: শ্রাবন্তী