দুই বছর কেটে গেলেও পাননি পুরস্কার, বিস্ফোরক অভিযোগ ‘দিদি নং ওয়ান’এর বিরুদ্ধে

জি বাংলার জনপ্রিয় গেম শো হলো ‘দিদি নং ওয়ান’। প্রতিদিন বিকেল হলে মা কাকীমায়েরা সারাদিন ব্যস্ততার পর একটু বিনোদনের আশায় এই গেম শো দেখেন। তাই এতদিনেও এখনও এই গেম শো-তে জনপ্রিয়তার ভাঁটা পড়েনি। ১০ বছরের বেশি সময় ধরে এই গেম শো মানুষের মন জয় করে চলেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই গেম শো বহুদিন ধরে জনপ্রিয় হয়ে উঠেছে।

সকলের কাছে বেশ প্রিয় হলেও সম্প্রতি ‘দিদি নং ওয়ান’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যা সকলকে অবাক করে দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে ‘দিদি নং ওয়ান’-এ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এই পোস্টে দাবি করা হয়েছে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিযোগীর গলায় একটি সোনার হার পরিয়ে দেন।

কিন্তু ওই প্রতিযোগী বাস্তবে সেই হার পাননি। এই অভিযোগ করে পোস্টে উল্লেখ করা হয়, “স্বাতী নামে এক প্রতিযোগীকে সোনার হার দেওয়া হয়েছিল কিন্তু তিনি আজ পর্যন্ত সেই হার হাতে পাননি। দু’বছর ধরে যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল হয়নি।” আর এই কাণ্ড জানার পর নেট দুনিয়ার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

অনেকের কাছেই এই বিষয়টি অজানা থাকায় তারা অবাক হয়েছেন। সকলেই রচনা বন্দ্যোপাধ্যায় সহ গেম শোটিকে কটাক্ষ করতে ছাড়েননি। একজন মন্তব্য করেছেন, “কুইন্টাল কুইন্টাল জলে ভেসে গেছে।” আরেকজনের কথায়, “হার ধোঁয়া হয়ে গেছে।” এমন একাধিক মন্তব্য করেছেন সকলে। একজন মন্তব্য করেছেন, “দিদি নং ১-এ যাঁরা অংশগ্রহণ করেন, তাঁরা জিতলেও বাস্তবে উপহার পান না। শুধু দেখানোর জন্য জিনিসগুলো দেওয়া হয়।”

এমন পোস্ট ভাইরাল হওয়ার পর ‘দিদি নং ওয়ান’-এর সত্যতা যা প্রশ্নের মুখে পড়েছে। যদিও এখনও শো-এর জনপ্রিয়তা প্রথম দিনের মতই অটুট রয়েছে। এখানে মহিলাদের জীবনসংগ্রামের গল্প ফুটে ওঠে যা ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক