জন্মদিনে এভাবেই প্রবেশ করতে হয়, একটি ভিডিও পোস্ট করে তেমনটাই জানালেন অভিনেত্রী নুসরত জাহান! রীতিমতো বস লেডি রূপে দেখা গিয়েছে তাকে। আত্মবিশ্বাসের সাথে জন্মদিনে প্রবেশ করেছেন তিনি। হয়তো অনেকেই জানেন ৮ই জানুয়ারী অভিনেত্রী নুসরতের জন্মদিন।
আর এই বিশেষ দিনটি নিয়ে সকলের মনে কী পরিমাণ উত্তেজনা থাকে তা আমরা সকলেই জানি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেই রীতিমতো অপেক্ষা করে থাকেন এই জন্মদিনের জন্য। সেরকমটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রে। তার ঠিক আগেই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যায় সানগ্লাস, কোট, প্যান্ট পরে আত্মবিশ্বাসের সাথে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। ঝলকে ঝলকে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। সাথে ক্যাপশনে লেখা রয়েছে, ‘জন্মদিনে যেভাবে হেঁটে চলি।’ তার এই রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। প্রত্যেকে যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবার তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।
আসলে সময়ের সাথে সাথে তার যেন জৌলুস ক্রমাগত বেড়েই চলেছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স বাড়ছে। কারণ, আগের তুলনায় এখনই তাকে অনেক বেশি লাবণ্যময়ী লাগে দেখতে। শাড়ি হোক বা ওয়েস্টার্ন পোশাক সবেতেই সাবলীল এই অভিনেত্রী। যার ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
উল্লেখযোগ্য, স্বামী-সন্তানকে নিয়ে সুখের সংসার নুসরতের। মাঝে একাধিক চড়াই-উতরাই এলেও তার আত্মবিশ্বাসের সাথে সেগুলি পার করেছেন তিনি। আগামী দিনে স্বামীর যশ দাশগুপ্তের সাথে জুটি বেঁধে ‘আড়ি’ সিনেমায় দেখা যাবে তাকে। আপাতত তার শ্যুটিং চলছে জোরকদমে।
আরও পড়ুন,
*‘নীরবতা তাদের জন্য অত্যন্ত সুন্দর গান…!’ বিচ্ছেদ জল্পনার মাঝে আরও একটি রহস্যময় পোস্ট চাহলের