Odisha government's big announcement for Jagannath temple in Puri

এবার পুরীর জগন্নাথ মন্দিরের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্যের সরকার। দীর্ঘদিনের নবীন পট্টনায়কের জমানার অবসান ঘটেছে। ওড়িশা এসেছে নতুন সরকার। আর তা হলো বিজেপি। এবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন চরণ মাঝি। ওড়িশায় নতুন সরকার আসার পরই বড়সড় ঘোষণা রাখা হলো। জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

এদিন বুধবার ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠক করেছেন। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হবে। বুধবার বৈঠকের পর এদিন বৃহস্পতিবার মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়। ভক্তদের জন্য এখন মন্দিরের চারটি দরজা খুলবে যা ভক্তদের কাছে একটি খুশির খবর।

এর পাশাপাশি নতুন সরকার জানিয়েছে, মন্দির সংস্করণের জন্য ৫০০ কোটি টাকা তহবিল থেকে মন্দিরের জন্য বরাদ্দ করা হয়েছে। সেইসময় ওড়িশার BJD সরকার পুরীর জগন্নাথ মন্দিরের একটি দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করোনার সময়। এদিকে করোনা কেটে গেলেও সেই সিদ্ধান্তের বদল ঘটেনি৷

তবে নতুন BJP-এর সরকারের মতে, একটি দরজা খোলা রাখলে ভক্ত ও দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে অসুবিধা হয়৷ তাই ক্যাবিনেট বৈঠকে ঠিক করা হয় মন্দিরের চারটি দরজা খোলা রাখা হবে৷ আর এতে খুশি অনেক ভক্ত। এখন মন্দির যাতায়াতে সমস্যা কিছুটা হলেও মিটেছে বলে মনে করছেন দর্শনার্থীরা।

পশ্চিমবঙ্গ থেকেও অনেকেই পুরী যান। সমুদ্র সৈকত বলতে বাঙালির মনে দীঘার পাশাপাশি যে নামটি আসে তা হলো পুরী। সামনে বিশাল সমুদ্র ও সেখানেই এক বিরাট জগন্নাথ মন্দির। য ভক্তদের মধ্যে ভক্তি আরও বাড়িয়ে দেয়।