দুর্গা পুজো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোর পর এবার মঙ্গলবার নৈহাটির বড়মা’র মন্দিরে হাজির হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। এদিন তিনি বড় কালী মায়ের মূর্তি পুজো দেওয়ার পাশাপাশি নৈহাটির মন্দিরে স্থাপিত বড়মা’র মন্দিরেও পুজো দেন। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ তিনি হাজির হয়েছিলেন নৈহাটির বড়মা’র মন্দিরে। মন্দিরে পুজো সেরে তিরিশ মিনিটের মধ্যেই ফের রওনা দেন তিনি।
এদিন নৈহাটি এসে গাড়ি থেকে নেমে তিনি প্রথমে চলে যান অরবিন্দ রোডে ১০২ বর্ষের দীর্ঘদেহী বড়মার পুজো দিতে। সেখানে মাটিতে বসে পড়ে বৈদিক মন্ত্রে পুজো ও পুষ্পাঞ্জলি দেন তিনি। এরপর প্রদীপ ও ধূপ দেখিয়ে আরতি সারেন তিনি। এরপর অভিষেক বড়মার মন্দিরে যান। সেখানে গিয়ে বড়মাকে তুতে রঙের বেনারসি দিয়ে পুজা দেন তিনি। এরপর নিজের নাম ও গোত্র বলে অঞ্জলি সারেন অভিষেক।
বিনোদন
Shreya Ghoshal: দীপাবলির আলোয় ঝলমলিয়ে উঠলেন শ্রেয়া ঘোষাল! ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি
অভিষেকের সঙ্গে এদিন নৈহাটি গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সুবোধ অধিকারী, সনৎ দে, সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, রফিকুর রহমান এবং বড়মা কালী পুজার সদস্যরা। এদিন পুজো দেওয়ার পর বড়মার মন্দিরের দোতলার অফিসে যান অভিষেক। সেখানে তাকে শিল্পী শুভেন্দু সরকার নির্মিত বালেশ্বরী কালো পাথরের প্রতিমা যেটি পাঁচ ইঞ্চি উচ্চতা ও পাঁচ ইঞ্চি চওড়া বাঁধানো বড় ছবি তুলে দেওয়া হয় অভিষেকের হাতে।
এর পাশাপাশি কালী পুজোর সমিতির তরফেও অভিষেকের হাতে তুলে দেওয়া হয় বালেশ্বরী পাথরের ছোটো বড়মার মূর্তি। এদিন নৈহাটি এসে কোনও মন্তব্য না করলেও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের প্রতি হাত নাড়িয়ে সকলকে অভিবাদন জানিয়েছেন অভিষেক। এর পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুদের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন স্নেহের হাত।
#abhishekbanerjee #naihatibarama
বিনোদন
মৃত্যুর আগে কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, প্রকাশ্যে গোবর্ধন আসরানীর সম্পত্তির পরিমাণ