‘শুধুমাত্র চোখ মুছবেন, নাক মুছবেন না’, অমিতাভের কথায় হেঁসে ফেললেন সকলে

কখন, কোথায় কী কথা বলতে হয় তা বেশ ভালো মতোই জানেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি কোনো গুরুগম্ভীর পরিস্থিতিকেও হাসির ছলে মজাদার করে তুলতে সিদ্ধহস্ত তিনি। সম্প্রতি সেরকমই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি মূলত তার সঞ্চালিত রিয়্যালিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’র।

দীর্ঘ সময় ধরে ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই রিয়্যালিটি শো। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা উপস্থিত হন। তাদের জ্ঞানের পরীক্ষার মাধ্যমে জিতে যান কোটি কোটি টাকা। সেরকমই সেখানে উপস্থিত হয়েছিলেন এক প্রতিযোগী।

হটসিটে বসার জন্য নির্বাচিত হয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তখনই তাকে নিজের রুমাল এগিয়ে দেন অমিতাভ বচ্চন। তিনি চোখ মুছে ভুল করে নিজের নাক মুছতে যান। কিন্তু তারপর রুমালটি ফেরত দিয়ে দেন। যা দেখার পর অমিতাভ বচ্চন বলেন, ‘শুধুমাত্র চোখ মুছবেন, নাক মুছবেন না।’

যা শোনার পর উপস্থিত সকলেই হেসে ওঠেন। এমনকি ওই প্রতিযোগীর মুখেও হাসি ফুটে ওঠে। সম্প্রতি এই দৃশ্য পোস্ট করা হয়েছে ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা ইতিমধ্যেই ভাইরাল। সকলের মুখে একটাই কথা পরিস্থিতি বুঝে কথা বলতে জানেন অমিতাভ বচ্চন।

উল্লেখযোগ্য, কিছুদিন আগে আরো একটি ভিডিও উঠে এসেছিল। যেখান থেকে জানা গিয়েছিল এই মঞ্চে হাজির হবেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। এমনকি এই দু’জনের সাথে গান গাইতেও দেখা যায় অমিতাভ বচ্চনকে। এক কথায় বলতে গেলে এই শো এখন জমজমাট হয়ে উঠেছে।

আরও পড়ুন,
*বিশ্বের সবচেয়ে দামি পানীয়, ‘লাক্সারি ককটেল’ এক চুমুকে কত খসবে?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক