পলাশ মুচ্ছল ও স্মৃতি মান্ধানার বিয়ে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল আলোচনা চলছে। তারকার বিয়েতে যেমন স্বাভাবিকভাবেই উৎসাহ থাকে, ঠিক তেমনই ছিল এই জুটিকে নিয়ে মানুষের আগ্রহও। কিন্তু নির্ধারিত তারিখের ঠিক আগেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। স্মৃতির বাবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন দুই পরিবার।
এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন পলাশ মুচ্ছল নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে বিয়ে পিছিয়ে যাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা দূরহ হয়ে পড়ে। ভক্তরা যখন দিন গুনছেন—কবে পিঁড়িতে বসবেন দু’জনে—ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
পলাশের মা কী বললেন?
অনলাইন গুজব যখন চাড়া দিচ্ছে, তখনই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পলাশের মা অমিতা মুচ্ছল বিষয়টি পরিষ্কার করে জানান। তাঁর কথায়,
“স্মৃতি এবং পলাশ দু’জনেই যন্ত্রণায় কাতর। পলাশের স্বপ্ন ছিল তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা। আমি একটা বিশেষ অভ্যর্থনার পরিকল্পনাও করেছিলাম… সব ঠিকঠাক হবে। খুব শীঘ্রই বিয়ে হবে।”
তাঁর এই বক্তব্যে বোঝা যায়, দুই পক্ষই পরিস্থিতি সামাল দিয়ে যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঠিক করতে আগ্রহী।
পলাশের বোন কী বলেছিলেন?
কয়েকদিন আগে পলাশের বোন পলক মুচ্ছলও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন। তিনি জানান,
“স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত করতে হয়েছে। এই সংবেদনশীল সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য সকলকে অনুরোধ করছি।”
এতে স্পষ্ট হয় যে, বিয়ে পিছিয়ে যাওয়ার মূল কারণ শুধুই পারিবারিক স্বাস্থ্যজনিত সমস্যা, অন্য কোনও যুক্তি নয়।
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ও বিতর্ক
বিয়ে স্থগিতের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা দাবি-দাওয়া। স্মৃতি তাঁর সমস্ত বিয়ের পোস্ট মুছে ফেলায় অনেকে মনে করেন সম্পর্ক ভেঙে যাচ্ছে কি না। এমনকি এক মহিলা দাবি করেন, পলাশ তাঁর সঙ্গে ব্যক্তিগত চ্যাট করতেন! সেই চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়।
যদিও পলাশের মা এই সব অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তাঁর মতে, এগুলো শুধুই অনলাইন গুজব, যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।
কবে হবে দুই তারকার বিয়ে?
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন তারিখ ঘোষণা হয়নি, তবুও পলাশের মা জানিয়েছেন—“খুব শীঘ্রই সুখবর মিলবে।”
এতেই আশাবাদী ভক্তরা আশা করছেন, দুই তারকার জীবনের সবচেয়ে বিশেষ দিনটি আর বেশিদিন দূরে নয়।
সব মিলিয়ে, স্বাস্থ্যগত প্রতিকূলতা সামলে নতুন করে বিয়ের প্রস্তুতি নিতে চাইছে দুই পরিবারই। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
আরও পড়ুন
রোশন পরিবারের নতুন বিনিয়োগে চমক: আন্ধেরিতে ২৭ কোটি টাকায় একাধিক অফিস ইউনিট কেনা
