‘যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে সেটা …’ RG Kar-এর নারকীয় ঘটনায় মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দুষলেন কাকে?

20240824 130803 gpieri8S8F

সম্প্রতি এবার আর.জি কর কাণ্ড নিয়ে নিজের উপলব্ধি প্রকাশ করলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে নানান কথা বলতে দেখা গিয়েছে অভিনেতাকে। সাথে এও বলেন তার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসে গিয়েছে তবে তিনি সকলের সাথেই থাকবেন।

শুরুতে বলেন, ‘১৪ তারিখে দেখেছিলাম লক্ষ লক্ষ মা-বোনেরা পথে নেমেছেন। বাংলায় নয় শুধু, দেশে-বিদেশেও। এমনটা আগে দেখেছি বলে মনে পড়ে না। আমার জীবনে এই দৃশ্য আমি আগে দেখিনি। স্বাধীনতার আগের রাতে পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান গাওয়ায় এগিয়ে ছিলো বঙ্গনারী। সকলের একটাই দাবী ছিল জবাব চাই, বিচার চাই।’

সাথে স্পষ্ট করে দিয়েছেন এই নারকীয় ঘটনার পেছনে অনেক বড়ো শক্তির সাহায্য রয়েছে। বলেন, ‘যারা এই নারকীয়, দানবীয় ও পাশবিক ঘটনা ঘটিয়েছে এই সমাজে তারা কিন্তু সাহায্য পেয়ে, শক্তি অবলম্বন করেই এই অত্যাচারী ঘটনা ঘটিয়েছে। সবাই বুঝতে পারছে এটা একটা সংগঠিত অপরাধ। তাই এটার বিচার চেয়েছে। তাও একটা কথা বলতে চাই, যে প্রতিরোধ, যে ভাষা ধ্বনিত হয় যে সেটা যেন না থামে।’

‘যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানে মানুষ কিছুদিন পরই ভুলে যাবে। কদিন ঘাপটি মেরে থাকার পর আবার সেই সাহায্য নিয়ে বুক ফুলিয়ে ঘুরবে। পুজোর আগে আবার এই হায়নারা অন্ধকার জঙ্গল পেয়ে যাবে। তাই এই প্রতিবাদ, প্রতিরোধ থামালে চলবে না। কণ্ঠ যেন রুদ্ধ না হয়ে যায়। সতর্ক থাকতে হবে। প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বিচারের বাণী যেন নীরবে-নিভৃতে না কাঁদে।’

একইসাথে সকল নারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত যেন কেউ না থামে। তাদের পাশে প্রচুর জনগণ রয়েছে। সাথে তিনি এও বলেন তার তো পৃথিবী ছাড়ার সময় হয়েই এসেছে তবে তিনি ছাড়বেন না। সকলের পাশে থেকে এই লড়াইয়ে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন,
*RG Kar-এর নির্যাতিতার নামে কুমন্তব্য! ব্যক্তিকে ‘সবক’ শেখালেন সহযাত্রীরা, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিয়ো