Parineeti Chopra: স্বামীর সমস্ত ভুলভ্রান্তি ঠিক করে আদর্শ স্ত্রীয়ের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)! সম্প্রতি তারই কয়েক ঝলক তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব স্বামী রাঘব চাড্ডার সাথে ভীষণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রীর।
স্বামী যতটা শান্তশিষ্ট স্বভাবের তার ঠিক বিপরীত পরিণীতি। রীতিমতো নাজেহাল অবস্থা করে ছাড়েন রাঘবের। যে বিষয়টি বেশ উপভোগ করেন তার স্বামী। ইতিমধ্যে আরও আরো এক বছর সম্পন্ন হলো তাদের বৈবাহিক জীবনের। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পরিণীতি।
আরও পড়ুন,
জুবিনের অস্থিভস্ম অনলাইনের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে অনুরাগীদের, নতুন পন্থা অসম সরকারের
তারা মূলত প্যারিসে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার রাস্তায় দাঁড়িয়ে রাঘব কয়েকটি ছবি তোলার চেষ্টা করেন। তবে তাতে ব্যাঘাত ঘটান তার স্ত্রী। আসলে তার জামায় লেখা ছিল, ‘আমি প্যারিসকে ভালোবাসি।’ তবে প্যারিসের ‘স’ টিকে হাত দিয়ে ঢেকে ফেলেন পরিণীতি। ফলে সেটা হয়, ‘আমি পরীকে ভালোবাসি।’
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘একজন স্ত্রী হিসেবে, ভুলটা শুধরে নেওয়া আমার কর্তব্য ছিল। শুভ বিবাহবার্ষিকী আমার রাগাই! আমার জীবনের ভালোবাসা, আমার পাগলাটে বন্ধু, আমার শান্ত ও সংযত স্বামী। তোমার সাথে আমার বাকি জীবন কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না।’
আসলে সবসময় খুনসুটিতে মেতে ওঠেন এই অভিনেত্রী। সেটা স্বামী হোক বা পরিবারের অন্যান্য সদস্যরা। সকলকে মজায় ভরিয়ে তোলেন। অন্যদিকে খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। তার সন্তানসম্ভবা হওয়ার খবর ইতিমধ্যে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত দিন গুণছেন তাদের নতুন সদস্য আগমনের।
