Parineeti-Raghab: দীর্ঘ অপেক্ষার অবসান, পরিণীতির কোল আলো করে এলো সন্তান

Parineeti-Raghab: পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিয়েছেন তারা। যা দেখার পর থেকে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে। এতোদিন পর্যন্ত দু’জনের জন্য দু’জনে ছিলেন। এখন নতুন সদস্য আসায় তাদের সংসার পরিপূর্ণ এমনটাই জানিয়েছেন এই জুটি।

একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, ‘অবশেষে আমাদের পুত্র সন্তান আমাদের কাছে। আমরা আমাদের আগের জীবন সম্পর্কে ভাবতে পারছি না। আমাদের কোল পরিপূর্ণ এবং জীবন আরও বেশি। আগে আমাদের জন্য আমরা ছিলাম এখন আমাদের কাছে সবকিছু রয়েছে। কৃতজ্ঞতার সাথে পরিণীতি এবং রাঘব।’

যে কোনো বাবা-মার কাছেই প্রথম সন্তান অনেক বেশি ভালোবাসার। কারণ, তার কারণেই মা বাবা হওয়ার স্বাদ পান। সেরকমটাই হয়েছে পরিনীতি এবং রাঘবের ক্ষেত্রেও। যে কোনো সাধারণ মা-বাবার মতোই তারা উচ্ছ্বসিত।

অন্যদিকে গর্ভাবস্থায়কালীন সময় ভীষণভাবে উপভোগ করেছেন পরিণীতি। প্রত্যেকদিন নিজের সাথে অনেক বেশি করে সময় কাটিয়েছেন তিনি। হাসিখুশিতে সম্পূর্ণ গর্ভাবস্থা পার করেছেন। অভিনয় থেকে বিরতি নিয়েছেন বেশ কিছু সময়ের জন্য। আপাতত সন্তানকেই সমস্ত সময়টা দেবেন।

উল্লেখযোগ্য যদিও রাঘব এবং পরিণীতি ভিন্ন মেরুর ব্যক্তিত্ব, তবুও ভালোবাসা তাদের রাস্তা এক করে দিয়েছে। একজন রাজনৈতিক মানুষ অন্যজন অভিনেত্রী। তবে কখনোই তাদের বিপরীত বৈশিষ্ট্য ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দু’জনে চুটিয়ে সংসার করছেন এবার উপভোগ করবেন মাতৃত্ব ও পিতৃত্ব।

#parineeti #Raghab

error: Content is protected !!