গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১৫ই জুলাই গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী। দীর্ঘদিন তাদের প্রেম নিয়ে জল্পনা চলেছে দর্শকমহলে। যদিও কখনো এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি তাদের। এবার সবাইকে চমকে দিয়ে একেবারে বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিয়ের সমস্ত ছবি। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করেছেন এই জুটি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার একটি রাজবাড়িতে আইনি মতে বিয়ে সেরেছেন তারা। ১৪ই জুলাই সমস্ত কাছের মানুষ পৌঁছে গিয়েছিলেন সেখানে। এরপর ১৫ই জুলাই বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

যে সমস্ত ছবি পোস্ট করে সোহিনী ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।’ অন্যদিকে তাকে একদম সাবেকি সাজে দেখা গিয়েছে তাকে। সাবেকি গয়নায় নববধূ রূপে অসাধারণ লাগছিল তাকে দেখতে। এছাড়া শোভনকেও দেখা গিয়েছে সাদা রঙের সিল্কের ধুতি পাঞ্জাবীতে।

তাদের বিয়ের ছবি দেখা মাত্র প্রশংসায় পাশাপাশি শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘অথৈ’। অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন এই সিনেমা হিট করলে সোহিনী বিয়ে করতে পারেন। যদিও সরাসরি বিয়ের কথা কখনোই বলেননি তিনি। এবার বিয়ে করে সকলকে চমকে দিলেন তারা।

উল্লেখযোগ্য, এর আগে শোভনের একাধিকবার প্রেম ভেঙেছে। সে বিষয়ে বারবার ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন তিনি। যদিও কখনোই এই বিষয়ে তোয়াক্কা করেননি। অন্যদিকে সোহিনী এর আগে অভিনেতার রণজয়ের সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তবে সেসব এখন অতীত আপাতত শোভনের সাথেই ভবিষ্যৎ দেখছেন এই অভিনেত্রী।