জানা গেছে আরশাদ ওয়ার্সী অভিনেতা প্রভাস কে ‘জোকার’ বলেন। কিন্তু তিনি কেন এ কথা বলেন? আরশাদ একটি শো তে জানান “কল্কি ২৮৯৮ এডি” এই ছবিটিতে প্রভাসকে তার পুরো জোকারের মতো লেগেছে সেই কারণেই তিনি এরূপ মন্তব্য করেছেন, প্রভাসকে জোকার বলার পরে কটাক্ষের শিকার হতে হয় আরশাদ ওয়ার্সী। এত জনপ্রিয় একজন দক্ষিনী অভিনেতাকে এরূপ কথা বললে ট্রল তো হতেই হবে, এটাই তো স্বাভাবিক।
জনপ্রিয় অভিনেতা প্রভাস আমাদের দারুন সুন্দর সুন্দর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন যা বক্স অফিসে ৩০-৪০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। তার করা জনপ্রিয় সুপারহিট কয়েকটি মুভি হল, “বাহুবলি”, “বাহুবলী ২”, “সাহো”,”রাধেশ্যাম”, ও কিছুদিন আগেই মুক্তি পেল “কল্কি ২৮৯৮ এডি” সেটাও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ।
কয়েকদিন আগে “আনফিল্টার্ড” শো তে এসেছিলেন আরশাদ ওয়ার্সী, সেই শো তে তাকে প্রশ্ন করা হয় যে তার রিসেন্ট কোন ছবি একেবারে ভালো লাগেনি, প্রতিউত্তরে তিনি জানান “কল্কি ২৮৯৮ এডি” ছবিতে ভৈরবের চরিত্রে প্রভাসকে তার একেবারেই মানানসই লাগেনি। তিনি বলেন প্রভাসকে ওখানে জোকার লাগছিল। তিনি বলেন এখানে মেল গিপসনকে অথবা ম্যাড ম্যাক্স কে দেখতে চাই।
এই শো এর ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন আরশাদ ওয়ার্সী কে ট্রল এর মধ্যে পড়তে হয়। চারিদিকে আরশাদকে কটাক্ষ করা হয়, বিশেষ করে প্রভাষের ফ্যানরা আরো বেশি করে আরশাদ ওয়ার্সীর প্রোফাইলে নানান কটাক্ষ করেন, কেউ কেউ তো উল্টে আরশাদ কেই জোকার বলেন, কেউ আবার এই মন্তব্য করেন যে কল্কি বক্স অফিসে এতটা সাফল্য অর্জন করেছে তারপরও যারা প্রভাষকে জোকার বলেন তারাই সবথেকে বড় জোকার।
আরও পড়ুন,
*এই ফ্ল্যাটেই বিয়ে হয়েছিল সোনাক্ষী-জাহিরের, ৩ মাস না যেতেই হঠাৎ কী কারনে বাড়ি বিক্রি করবেন অভিনেত্রী?